অধ্যক্ষ তৌহিদুল মাশেকের উপর মুখোশধারী দূর্বৃত্তদের হামলা, রক্তাক্ত

হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল মাশেক কলেজের সামনে মুখোশধারী দূর্বৃত্ত দলের হামলায় র-ক্তা-ক্ত

ছৈয়দ আলম, কক্সবাজার: আজ ২০ আগষ্ট ২০২৪ সকাল পৌনে ৯ টায় টমটমযোগে হ্নীলা পুরান বাজার হতে টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যাচ্ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল মাশেক তৌহিদ এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ লালু জনৈক নবী হোছাইনের টমটমযোগে কলেজে যাওয়ার সময় ইউছুপ ডেকোরেশনের দক্ষিন পাশে কলেজ সংলগ্ন এলাকায় পৌছলে মুখোশধারী দুই মোটর সাইকেল আরোহী যুবক গাড়ি গতিরোধ করে মুখে প্লাস দিয়ে আঘাত করে দ্রুত মোটর বাইকে উঠে দক্ষিণ দিকে চলে যায়। তাঁর ওঠ ছিঁড়ে গিয়ে দাঁতের মাড়ি থেতলে পড়ে মাংস খন্ড পড়ে গেছে।

পরে ঘটনাস্থলে থাকা সহকর্মীরা টমটম নিয়ে তাঁকে হ্নীলা ষ্টেশন হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টরস চেম্বারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর চট্টগ্রামে নেওয়া হয়েছে।

মূলত করোনাকালীন পাস করা কিছু ছাত্র নামধারী ও মাদক কারবারী কলেজে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস না করে যা ইচ্ছে তা করে বেড়ায়। অনেকে মাদক কারবারীদের সাথে দহরম মহরম সম্পর্ক গড়ে বিভিন্ন মেয়ে নিয়ে যেদিকে ইচ্ছে ঘুরে বেড়ায়। কলেজ প্রশাসনের কঠোর আইনে তাদের বেপরোয়া চলাফেরা, পড়াশুনায় চাপ সৃষ্টি করা আর তাদের অনৈতিক কর্মকান্ডের বাঁধা হওয়ায় এই নৃশংস হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। যা সর্বস্তরে নিন্দার ঝড় তুলেছে।

সাথে থাকা হিসাববিজ্ঞান প্রভাষক কায়সার রশিদ জানান, হামলাকারীরা গাড়ি গতিরোধ করে কোন কিছু বুঝে উঠার আগেই প্লাস দিয়ে মুখে আগাত করে দ্রুত পালিয়ে যায়। এদের সনাক্ত করতে না পারলেও কলেজের সাবেক অথবা বর্তমান ছাত্র বলে মনে হয়েছে।
কারা হামলায় জড়িত তা চৌধুরী পাড়ার রাস্তার মাথায় থাকা গ্যারেজ মিকার ও প্রত্যক্ষদর্শী দোকানদারেরা সজাগ হলে গাড়ি সনাক্ত করে হামলাকারীদের বের করা সম্ভব।
আগামীতে ছাত্র ভর্তির পূর্বে সম্ভাব্য সব কিছু যাছাই-বাছাই করে ছাত্রদের ভর্তির বিষয়ে পদক্ষেপ নিলে মনে হয় সকলের জন্য ভাল হয়। আমাদের স্মরন রাখা দরকার দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল ও নিরাপদ।

সর্বশেষ কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে বলে জানা গেছে।