বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ দীর্ঘ ৮ বছর ৫ মাস ৪দিন পর সুপ্রীম কোর্টের আপীল বিভাগে শুনানি শেষে জামিন লাভ করেন।
সোমবার (১৯ আগস্ট) সুপ্রীম কোর্টের আপীল বিভাগে শুনানি শেষে চ‚ড়ান্ত রায় দেন আদালত। আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরপর নির্বাচিত সম্পাদক সিনিয়র এডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী এবং তাঁদের সহায়তা করেন এডভোকেট মো রুকন উদ্দিন।
জানা গেছে, ১৫ মে. ২০১৬ চতুর্থবারের মতো তিনি ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে এতদিন কারাবন্দী ছিলেন। এর আগেও তিনি রাজনৈতিক নানা মামলায় তিনবার গ্রেপ্তার হয়েছিলেন। তবে সেসময় তিনি সর্বোচ্চ ৬মাস এবং আরও দুইবার কমসময়ের জেল থেকে মুক্তি পেয়েছিলেন। কিন্তু সর্বশেষ গ্রেপ্তারের পর তিনি ৮ বছর ৫ মাস ৪দিন পর তিনি জামিন লাভ করলেন। তার জামিনের পর মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী প্যানেলের সদস্যরা।
এদিকে দীর্ঘ আট বছর পর লায়ন আসলাম চৌধুরীর জামিন লাভ করায় তার নিজ এলাকা সীতাকুন্ডে খুশির জোয়ার বইছে। কারাগার থেকে মুক্ত হওয়ার আগেই জামিনের খবর স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার এলাকায় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে খুশি এবং আনন্দ ছড়িয়ে পড়ে। এসময় নেতাকর্মী শুভাকাংঙ্খীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উদযাপন করতে দেখা গেছে।