স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা,আর্য্য সংগীত বিদ্যাপীঠের অধ্যক্ষ, সংগীতগ্গ ওস্তাদ মিহির লালা আর নেই।
আজ শনিবার সকালে (১৭/০৮/’২৪) চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
১৯৪১ সালে জন্ম নেওয়া এই সংগীত সাধকের বেড়ে ওঠা চট্টগ্রামে। শৈশব থেকেই গানের প্রতি তার অগাধ ভালোবাসা। সংগীতে হাতেখড়ি ওস্তাদ আবু বক্কর সিদ্দিকীর কাছে। এরপর তালিম নিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীত গুরুদের কাছে। এবং সবশেষে পণ্ডিত বারীন মজুমদারের সান্নিধ্যে এসে হয়ে উঠলেন শাস্ত্রীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র।
‘অল ইন্ডিয়া মিউজিক কলেজ’ থেকে ‘প্রফেসর অব ক্লাসিক্যাল মিউজিক’ ডিগ্রি লাভ করা এই শিল্পী দীর্ঘ সময় ধরে একজন সফল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী শতবর্ষীয় সংগীত শিক্ষাকেন্দ্র ‘আর্য্য সংগীত সমিতি’ ও ‘সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠ’র।
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক হিসেবেও যুক্ত ছিলেন তিনি। পেয়েছেন জাতীয় শিল্পকলা একাডেমি পদক।
চট্টগ্রামের শিল্প- সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মিহির লালার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।