বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে, যারা টাকা পাচার করে, তারা পৃথিবীর কোন দেশেই সুখে শান্তিতে ঘুমাতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, টাকা পাচারকারীদের দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনে তাদের নাজেহাল করা হবে।
আজ বুধবার (১৪ আগস্ট) গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আহসান এইচ মনসুর এসব কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, পাচার করা টাকা ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। টাকা ফেরত এলে তো ভালো, না এলেও টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দিবো না।
টাকা আসুক আর না আসুক পাচারকারীদের কষ্টে রাখবো মন্তব্য করে গভর্নর বলেন, আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করবো, যারা টাকা নিয়ে গেছে তারা যেন কষ্টে থাকে। তারা টাকার বিছানায় বালিশ দিয়ে যেন ঘুমাতে না পারে। এই ব্যবস্থা করবো। তাদের একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। আন্তর্জাতিক আইন এখন কিছুটা সহায়ক আছে, এটাকে কাজে লাগাতে হবে।
Advertisement
ইসলামী ব্যাংকের বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, এই ব্যাংকে যে অনিয়ম হয়েছে তা তদন্ত করে বের করা হবে। সংশ্লিষ্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের কোন কোন ব্যক্তি জড়িত, কারা কীভাবে সহায়তা করেছে তা বের করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। অন্যায় করা কেউ ছাড় পাবে না।
দু’একজনের কারণে বাংলাদেশ ব্যাংকের লিডারশিপ নিয়ে প্রশ্ন উঠেছে, এটা দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, ব্যাংক খাতের আজকের এ খারাপ অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। এখন দেখার বিষয় কেন তারা অনিয়মে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে, সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংক খাতের খারাপ অবস্থা তৈরি হয়েছে।
মূল্যস্ফীতি বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, এখনকার মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। সামনে এটা কমে আসবে। তবে আজই কমবে তা না। কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে বেড়েছে, ঠিক সেভাবেই কমানো হবে। অবশ্যই কমবে। এটাই বাংলাদেশ ব্যাংকের কাজ। রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে কাজ করা হবে।