বিজিপির ১৩ সদস্যকে আটক করেছে বিজিবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্যকে আটক করেছে বিজিবি।


বুধবার (১৪ আগস্ট) সকালে টেকনাফের সাবরাং ও নাজিরপাড়া এলাকায় নাফনদী দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ সদস্যকে আটক করা হয়েছে।

এর আগে বিজিবির কাছে আটক হওয়া ১১০ জন ও নতুন ১৩ জনসহ মোট ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।