বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে ইসরাফিল খসরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন বিএনপির ফরেন অ্যাফেয়ারস অ্যাডভাইজার কমিটির সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে তিনি চমেক কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা শফিকুর রহমান স্বপন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম প্রমুখ।