ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে আজকেই ব্যবস্থা : নাহিদ হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকেই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান।

রোববার সকালে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ইন্টারনেট সেবা একটি মানবাধিকারের বিষয়। সুতরাং ইন্টারনেট কমানো বা বন্ধ করে দেয়া মানবাধিকারের লঙ্ঘন। তাই মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ যাতে না হয় সেদিকে নজর থাকবে।

তিনি বলেন, ‘আইসিটি সেক্টরে তরুণদের কাজের বড় একটা সুযোগ রয়েছে। বাংলাদেশে ব্যাপক সংখ্যায় তরুণ আছেন। তাদের সঙ্গে সেই সংযুক্তিটা প্রয়োজন। ক্রিয়েটিভ আইডিয়া এবং এখনে যারা অভিজ্ঞ আছেন তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে তথ্যপ্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে
বাংলাদেশের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিতে সক্ষম বলে আমি মনে করি। শুধু প্রয়োজন তাদের সেই সুযোগটা তৈরি করে দেয়া।