আ. লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা উদ্ধার

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় হতে বেশ কয়েকটি হাত বোমা উদ্ধার করেছে উৎসুক জনতা।

বৃহস্পতিবার (আগস্ট ০৮) বিকেল পৌনে ৬টার দিকে কয়েকজনকে একটি টেবিলের ড্রয়ার নিয়ে বের হয়ে আসতে দেখা যায়।

টেবিলের ড্রয়ার এবং ড্রয়ার ভর্তি হাতবোমাগুলো গত ৫ আগস্টের অগ্নিকাণ্ডের ধোঁয়ায় কালো হয়ে আছে। পরে গুনে দেখা যায় সেখানে ১৬টি হাত বোমা রয়েছে।

ভেতরে এ রকম আরও হাতবোমা রয়েছে বলে জানান উদ্ধারকারীরা।

হাতবোমাগুলো দেখতে ভিড় জমান আশপাশের উৎসুক জনতা।

এ সময় একজন ব্যক্তি কয়েকটি হাতবোমা ভবনের ভেতরে ছুড়ে মারেন এবং বোমাগুলোর বিস্ফোরণ ঘটে।

উদ্ধারকারীদের একজন রবিউল বলেন, গত ৫ তারিখ তারা এখানে আন্দোলন করেছেন। সেদিন তাদের ওপর গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আজকে তিনি পরিত্যক্ত এ ভবনটি দেখতে এসেছেন। ভবনটির ভেতরে তারা এসব হাত বোমা পান।

ভেতরে এ রকম আরও হাতবোমা, ককটেল আছে বলে দাবি করেন রবিউল।

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একইদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান টানা চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওই দিন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা সব আত্মগোপনে আছেন। অনেকে দেশ থেকে পালিয়েছেন।