মিরসরাইয়ে জামায়াত ইসলামীর আনন্দ মিছিলে জনতার স্রোত

 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ::: শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ে আনন্দ গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৭ আগস্ট) মিরসরাই সদরে গণমিছিলে যোগ দেয় হাজার জনতা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ দিকের ইউটার্ন হয়ে আধা কিলোমিটার পার হয়ে উত্তর দিকের ইউটার্ন ঘুরে মিরসরাই ফুটওভার ব্রীজের নিচে অবস্থান নেয়। এসময় উপজেলার জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের দলে দলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসময় বক্তারা শেখ হাসিনার বিচার দাবি করে বলেন, ‘যে সরকার গঠন করা হবে সে সরকার শেখ হাসিনাকে দেশে এনে সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। যে সকল দুর্বৃত্ত মানুষের সম্পদ লুটতরাজ করছে তাদের প্রতিহত করতে হবে। জামায়াত শিবিরের নেতা-কর্মীরা অতদ্র প্রহরীর মত বিভিন্ন মন্দির ও সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিচ্ছে। কোথাও কেউ চাঁদাবাজি করলে আমাদের খবর দিন, আমরা প্রতিহত করবো।’ উপজেলা জামায়াতের আমীর নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ারুল আল মামুন, জোরারগঞ্জ থানা সেক্রেটারি মাঈন উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. নুরুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ¦ নুরুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের এ্যাসিট্যান্ট সেক্রেটারি, মোহাম্মদ আবু তাহের, মিরসরাই পৌর জামায়াতের আমীর মোহাম্মদ শিহাব উদ্দিন।