বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্রাণ বিতরণ

ডা. শাহাদাত হোসেনের পক্ষে ত্রাণ বিতরণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে-
বিএনপি’র, মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গরীব অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে চাকসু ভিপি নাজিম উদ্দিন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের পক্ষে ত্রাণ বিতরণ কালে চাকসু ভিপি নাজিম উদ্দিন বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর ফলে সবকিছুই আজ বন্ধ রয়েছে। ফলে সারা দেশের মানুষ আজ গৃহবন্দি। তার উপর চাল, ডাল, লবণ, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। যেন মরার উপর খাঁড়ার ঘা। শুধু তাই নয় মাছ, মাংস, কাঁচা সবজির দাম জনগণের নাগালের বাইরে চলে গেছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি আমরা যারা ত্রাণ দিচ্ছি এইভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি রোধ করা না গেলে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দিতে হবে। ফলে শ্রমজীবী হতদরিদ্র দিনমজুর মানুষ রাস্তায় নেমে আসবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিদিন শ্রমিক, দিনমজুর, গরিব, দু:স্থ-অসহায় মানষ সহ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। আমরা আল্লাহর কাছে উনার জন্য দোয়া করি যেন এই কার্যক্রম তিনি অব্যাহত রাখতে পারে। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আপনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি ২১ এপ্রিল, মঙ্গলবার দুপুরে নগরীর
প্রবর্তকস্ত ট্রিটমেন্ট হাসপাতালের সামনে গরীব অসহায় দু:স্থদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর বিএনপির সদস্য জাকির হোসেন,৮ নং, শুলকবহর ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী হাসান চৌধুরী ওসমান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র
সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী(মারুফ), সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে ৮নং পূর্ব শুলকবহর ওয়ার্ড বিএনপি বিএনপির নেতৃবৃন্দের কাছে নেতৃবৃন্দের কাছে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চাকসু ভিপি নাজিমুদ্দিন সহ নেতৃবৃন্দ। এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

পাহাড়তলী ওয়ার্ডের খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলাল

করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব এখন বিশ্বজুড়ে। দেশের খেটে খাওয়া মানুষদের আয়ের উৎস এখন বন্ধ। তাই শ্রমজীবী হতদরিদ্র মানুষেরা আজ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। এমনি সময়ে অসহায় দুস্থ মানুষের কষ্ট লাগবে সামাজিক দায়বদ্ধতা থেকে আর্ত মানবতার সেবায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ১৩ নং পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলালের ব্যক্তিগত পক্ষ থেকে বিগত কয়েকদিন ধরে পাহাড়তলি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ১৭০০ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আজ ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে অসহায় হতদরিদ্র দিনমজুরদের মাঝে চাউল, আলু,ডাল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরনকালে জাহাঙ্গীর আলম দুলাল বলেন, পবিত্র রমজান মাসের রোজা শুরুর আগেই করোনাভাইরাসের কারণে বাজারে মানুষের নিত্যপ্রয়োজনীয় চাউল, ডাল, তেল, পিয়াজসহ খাদ্যসামগ্রীর দাম সীমাহীনভাবে বাড়িয়ে দিয়েছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। তাছাড়া লকডাউনের কারণে চট্টগ্রামে কয়েক লাখ হতদরিদ্র এবং বেকার মানুষ অতিকষ্টে জীবনযাপন করছে। করোনার বিস্তার রোধে সবাই ঘরবন্দি হয়ে থাকায় দিনমজুর, ক্ষুদ্র কৃষক, শ্রমিকসহ গরিব মানুষের একটি বড় অংশ কর্মহীন। করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে তা মোটেও পর্যাপ্ত নয়। তাই অবিলম্বে ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দিয়ে পরিচালনা করুন।

এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মাষ্টার, বিএনপি নেতা গোলাম মোস্তাফা, পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক বাদশা আলমগীর, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিল্টন, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সরোয়ার, মাহবুব খালেদ, যুবদল নেতা রহমান কবির বাবু প্রমূখ।

রাংগুনীয়ায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে যুবদলের খাদ্য সামগ্রী উপহার

লকডাউনে কর্মহীন হয়ে যাওয়া রাংগুনীয়া উপজেলায় কদমতলী ইউনিয়নে হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল । চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী’র উদ্যােগে জেলা যুবদলের সহসভাপতি আবদুল গফুরের তত্বাবধানে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা যুবদলের সহসভাপতি বেলাল উদ্দিন বেলাল, মুহাম্মদ আজাদ,হারাদন দাস, উপজেলা যুবদল নেতা এস এম লোকমান, জি এস শোয়াইব কাদের সহ নেতৃবৃন্দ। এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন লকডাউনের শুরু থেকেই আমরা জেলা যুবদলের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন প্রায় উপজেলায় হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি ,জেলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি প্রায় সকল উপজেলা ও পৌরসভায় জেলা যুবদলের পক্ষ থেকে জনসচেতনতামূলক লিফলেট, মাক্স, সাবান ও হেন্ড স্যানিটাইজার বিতরণ ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে,যা চলমান রয়েছে এবং করোনা ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইন শা আল্লাহ। করোনা ভাইরাসের কারনে লকডাউন হয়ে সারাদেশে অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন, এমতাবস্থায় ধর্ম- দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের বিত্তশালী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান এস এ মুরাদ চৌধুরী ।

যুবদল নেতা মোশাররফ হোসাইন ‍দিপ্তীর পক্ষে চান্দগাঁও এলাকায় ইফতার সামগ্রী বিতরণ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর সহায়তায় চান্দগাঁও থানাধীন বিভিন্ন ওয়ার্ডে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সি.যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ
হোসাইন। এ সময় মোশাররফ বলেন, করোনায় মানুষ আজ বড্ড অসহায়। সবাই যার যার অবস্হান থেকে একটু সহযোফগতার হাত বাড়ান, অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ান। দলমত
নির্বিশেষে সবাইকে নিয়ে এই করোনা যুদ্ধ মোকাবিলা করার আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক আরশাদ আলম, মোঃ আজম মাসুম, মোঃ আসমান ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তৈয়ব, আব্দুর রহমান, সদস্য আল মামুন, সাইফুল, রনি, সাজ্জাদ প্রমুখ নেতৃবৃন্দ।

রাঙ্গুনিয়া ইউনিয়ন ওয়ার্ডে তারেক রহমানের নির্দেশে অধ্যাপক কুতুব এর ত্রাণ বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙ্গুনিয়া বিএনপির আহবায়ক ও গত সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক কুতুব উদ্দিনের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার জনগন ও দলিয় নেতা কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় অধ্যাপক কুতুব বলেন, কর্মজীবী মানুষ আমাদের দলীয় নেতা কর্মী রা আজ গৃহবন্দি । সরকারি নির্দেশনার কারণে ঘর থেকে বের হতে পারছে না। কিন্তু সরকারের পর্যাপ্ত ত্রাণ ও পাচ্ছো না এই অসহায় দরিদ্র জনসাধারণ। গরীব অসহায়দের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ আত্মসাতের খবর পত্রপত্রিকার সয়লাব হয়ে গেছে। ত্রাণ চোরদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে। যারা গরিবের পেটে লাথি মারে তারা কখনো জনপ্রতিনিধি হতে পারে না।
করোনা ভাইরাসের কারনে দেশের কর্মহীন অসহায় দরিদ্র মানুষ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এ অবস্থায় আমার নিজের পক্ষ থেকে রাঙ্গুনিয়া ১৫ টি ইউনিয়নের কয়েক হাজার সাধারণমানুষের পরিবার ও ৪ হাজার দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন এবং
দলের নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী পাশে দাঁড়িয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল হক, নোয়াব মিয়া চেয়ারম্যান, মোজাফফর চৌধুরী, মোতালেব চৌধুরী, ইসমাইল হোসেন মেম্বার, বক্কর মেম্বার, আক্তার হোসেন, শহীদুল্লাহ কায়সার দুলু, ইকবাল চেয়ারম্যান, নেসারুল হক পেয়ারু চেয়ারম্যান, ঝন্টু মেম্বার, শাহজাহান সিকদার, নূর হোসেন মনি,জাহাঙ্গীর মুস্তাফা, বেদার,মাহাবুব,নাসির উদ্দিন, জামশেদুল ইসলাম রনি, সেকান্দার সওদাগর, সৈয়দ সাদেক, নুরুদ্দিন, জাহেদ শিকদার, ফরিদ মেম্বার, সৈয়দ নবী, মাহবুবুল আলম তালুকদার, সেন্টু মেম্বার,নুরুল ইসলাম, আব্দুস সালাম, দিদারুল আলম, আলমগীর ড্রাইভার, মালেক মেম্বার, জাহাঙ্গীর আলম খোকন, আবদুস শুক্কুর, একতিয়ার,কামাল হোসেন, জামাল উদ্দিন, আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোঃ আফছার, ওমর ফারুক, মোহাম্মদ হারুন, মোঃ শওকত প্রমূখ।

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ওয়ার্ডে ওয়ার্ডে গরীব ও অসহায়দের জন্য ডা শাহাদাত ত্রাণ পৌঁছে দিবে – সাংবাদিক জাহিদুল করিম কচি

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের পক্ষে ত্রাণ বিতরণ কালে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি বলেছেন, সারাদেশে করোনা ভাইরাস এর প্রভাব দিন দিন বেড়েই চলছে। সরকারের সবকিছু বন্ধ ঘোষণার কারণে সাধারণ শ্রমজীবী মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। তাদের আয়-উপার্জনের কোন পথ খোলা নেই। এই শ্রমজীবী মানুষ আজ নিদারুণ কষ্টের মধ্যে অতিবাহিত করছে। এ অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ
থেকে প্রতিদিন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখে ডা. শাহাদাত হোসেন দলের নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী পাশে দাঁড়িয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ডা. শাহাদাত হোসেন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গরীব অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেবে। দিন দিন করোনা পরিস্থিতি বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আপনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি আজ ২২ এপ্রিল, বুধবার, দুপুরে নগরীর প্রবর্তকস্ত ট্রিটমেন্ট হাসপাতালের সামনে গরীব অসহায় দু:স্থদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু, বিএনপি নেতা আবু আহমদ, নগর যুবদলের সহ-সভাপতি নাসিম উদ্দিন চৌধুরী নাসিম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.
শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী(মারুফ), সহ প্রমুখ নেতৃবৃন্দ।এর আগে ১৬ নং চকবাজার ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাংবাদিক জাহিদুল করিম কচি সহ নেতৃবৃন্দ। এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

অসহায় মানুষের সহায়তায় সাবেক মন্ত্রী বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরীর ব্যতিক্রমী উদ্যোগ

মহামারী করোনা’র কারণে সংকটে পড়া অসহায়-দরিদ্র মানুষদের সহায়তায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।

সামাজিক দুরুত্ব নিশ্চিত করে গরিব-অসহায় মানুষদের সহায়তাকল্পে তিনি গত ১৫ এপ্রিল থেকে প্রতিদিন দুটি বিকাশ এজেন্টের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ পর্যন্ত দুই হাজার মানুষকে এই সহায়তা দেওয়া হয়েছে।

তিনি জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান -এর নির্দেশে মহামারী করোনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গরীব-দুঃখী অসহায় মানুষদের জন্য এই উদ্যোগ নিয়েছেন।

এই উদ্যোগ সংকট চলাকালীন সময় প্রতিদিন চলমান থাকবে বলেও জানান তিনি।

গরিব ও অসহায় মানুষদের মাঝে সরাসরি অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের তত্ত্বাবধান করেছেন আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

জানা যায়, বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও বাঁশখালী পৌরসভার ৯ টি ওয়ার্ডসহ চট্টগ্রাম দক্ষিণ জেলায় এই অর্থ সহায়তা প্রদান চলমান আছে।