ক্যানসার আক্রান্ত এইচএসসি পরীক্ষার্থী রহিম বাঁচতে চায়

 সেলিম উদ্দীন, কক্সবাজার। রহিম উদ্দিন, সে কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া গ্রামের অত্যন্ত অসহায়, প্রতিবন্ধী জমির উদ্দিনের ছোট ছেলে। অভাবের সংসারে ৬ ভাইবোনের মধ্যে সবার ছোট রহিম উদ্দিন পড়াশোনায় অত্যন্ত মেধাবী একজন ছাত্র। সংসারের টানাপোড়েনে পড়ে রহিমের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তি এবং স্যারদের মানবিকতায় সে শত কষ্ট হলেও লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। তার কাছ থেকে কোন স্যার কোনদিন কোন ধরনের ফি নেননি। খাতা,কলম,গাইড বই সব উপকরণ বিভিন্ন স্যার,ম্যাডামরা কিনে দিতেন। এরকম করে করে সে বর্তমানে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী। সামনে তাঁর কষ্টের দিন শেষ হওয়ার সম্ভাবনা ছিল। এমন অবস্থায় তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। তার পরিবারের অবস্থা অত্যন্ত নাজুক। একবেলা খেলে তিনবেলা উপোস থাকতে হয়। এমতাবস্থায় লাখ লাখ টাকা খরচ করে ক্যানসারের চিকিৎসা করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। তাঁকে চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। সকলকে এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার আহ্বান তার পরিবারের। যাঁরা সরাসরি রহিম উদ্দিনকে আর্থিক সহযোগিতা করতে চান তাঁরা নিচের নাম্বারে দিতে পারবেন।বিকাশ:-01874175616 (রোগীর মা) নগদ:-01811744818 (রোগীর মা) ইউনিয়ন ব্যাংক একাউন্ট নাম্বার:-0151140003207 রোগীর বোন-Mobina Akter