বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের কার্যকরী কমিটির দ্বিতীয় সভা গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর মেরিটাইম মিউজিয়াম রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ওসমান গণি চৌধুরী (অভীক ওসমান)।
কমিটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবি ইউসুফ মুহম্মদ, মোসতাক খন্দকার, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোকাম্মেল হক খান, অর্থ সম্পাদক মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সাইদুল ইসলাম চৌধুরী, সমাজসেবা সম্পাদক মো. ইমতিয়াজ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ফারহানা ইদ্রিস, সহ অর্থ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, কার্যনির্বাহী সদস্য সালাহউদ্দিন শাহরিয়ার ও রাসেল সর্দার প্রমুখ।
সভাপতির শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ সম্পাদক আলোচ্যসূচিসমূহ এক এক করে উত্থাপন করলে সদস্যবৃন্দ কর্তৃক বিষয়সমূহ বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কার্যকরী কমিটির প্রথম সভার কার্যবিবরণীর সিদ্ধান্তসমূহ অনুমোদন, ব্যাংক হিসাব খোলা, অনুষ্ঠিত মিলন মেলার আয়-ব্যয় এর হিসাব, বার্ষিক চাঁদা নির্ধারণ, প্রশিক্ষণ কর্মশালা ও অভিষেক অনুষ্ঠানের কমিটি গঠনসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে সভাপতি ওসমান গণি চৌধুরী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।