বিডিআরইএন ও হুয়াওয়ের আয়োজনে স্মার্ট এডুকেশন কর্মশালা

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বাংলাদেশের এনআরইএন) এবং হুয়াওয়ে যৌথভাবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগিতায় সম্প্রতি একটি দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে। “ফর্টিফায়িং দ্য ফিউচার: বিল্ডিং এ সিকিউর অ্যান্ড স্মার্ট ক্যাম্পাস” শীর্ষক এই কর্মশালায় বাংলাদেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় থেকে আইটি প্রধান, বিভাগীয় প্রধান ও নেটওয়ার্ক প্রকৌশলীরা যোগদান করেন। পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের ন্যাশনাল রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এই কর্মশালার লক্ষ্য ছিল স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্পের অংশ হিসেবে স্মার্ট শিক্ষার রূপান্তরকে ত্বরান্বিত করা।

হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নেটওয়ার্ক বিভাগের চীফ টেকনোলজি অফিসার ও প্রিন্সিপাল আর্কিটেক্ট ভিক্টর ল্যাপিয়ান এই কর্মশালায় শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে একাধিক সেশন পরিচালনা করেন। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা স্মার্ট ক্যাম্পাসের বর্তমান ট্রেন্ড, ডিজিটাল রূপান্তর এবং উদ্ভাবিত নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন। অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের পাঠদান পদ্ধতির উপর এর প্রযুক্তিগত প্রভাব সম্পর্কেও ধারণা পেয়েছেন। এটি শিক্ষাক্ষেত্রকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করার পাশাপাশি সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব)

ও বিডিআরইএন-এর ভাইস-চেয়ারপারসন প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (আইএমসিটি) ড. সুলতান মাহমুদ ভূঁইয়া। হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও এমডি অ্যালেন লিউ, বিডিআরইএন-এর সিইও মোহাম্মদ তাওরিত, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. জহিরুল ইসলাম। হুয়াওয়ে, বিডিআরইএন ও স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা, বিশেষ করে স্নাতক পর্যায়ের শিক্ষা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিক্ষাখাতের মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বড় দায়িত্ব রয়েছে। পাশাপাশি উচ্চ শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তর আনতে বিডিআরইএন-কে একটি ট্রাস্ট হিসাবে গঠন করা হয়েছে। এটা সত্যিই প্রশংসনীয় যে, হুয়াওয়ে এবং স্মার্ট টেকনোলজিসের-এর মতো প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে এবং বিডিআরইন-এর সাথে এই কর্মশালার আয়োজন করার জন্য কাজ করছে। এটি উচ্চ শিক্ষার ডিজিটাল রূপান্তরকে সহজতর ও ত্বরান্বিত করবে। এছাড়া এটি আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রকৌশলী ও নীতি-নির্ধারকদেরকে ধারণা পেতে সাহায্য করবে।”

ডক্টর সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, “উচ্চ শিক্ষায় ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণ করে সহায়ক নীতি প্রণয়নে ইউজিসি-এর প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। বিডিআরইএন ও হুয়াওয়ে আয়োজিত এই কর্মশালা ভবিষ্যতের দিকে অগ্রগতীর একটি প্রতীক, যেখানে শিক্ষা সংযুক্ত, বুদ্ধিবৃত্তিক ও সম্পূর্ণভাবে উন্মুক্ত। এই ধরনের উদ্যোগ শিক্ষার উৎকর্ষের অগ্রভাগে যেতে বাংলাদেশকে সাহায্য করবে।”

মোহাম্মদ তাওরিত বলেন, “বিডিআরইএন বাংলাদেশে স্মার্ট শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়গুলোকে একটি স্মার্ট ডিজিটাল স্পেসে সংযুক্ত করা, যেখানে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি শিক্ষা উপকরণ ব্যবহারে সুযোগ পাবে। হুয়াওয়ের মতো আইসিটি সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় এবং নীতি-নির্ধারকদের এই সহযোগিতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মশালা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে এক প্ল্যাটফর্মে আনার জন্য আয়োজন করা হয়েছে। এই ধরনের আলোচনায় হুয়াওয়ের অংশগ্রহণকে আমরা সাধুবাদ জানাই। আজ আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম, তা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে সাহায্য করবে।”

অ্যালেন লিউ বলেন, “বর্তমানে সবকিছুর কেন্দ্রে রয়েছে ডিজিটাল রূপান্তর। হুয়াওয়ে স্মার্ট বাংলাদেশ ভিশন অর্জনে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। আমাদের উন্নত মানের কারিগরি সহযোগিতা এই দূরদর্শী লক্ষ্য অর্জনের প্রতিটি ক্ষেত্রকে ত্বরান্বিত করবে। হুয়াওয়ের অভিনব সল্যুশনের মাধ্যমে আমরা স্মার্ট শিক্ষার সম্ভাবনাকে ব্যবহার করার পাশাপাশি সুন্দর আগামী তৈরিতেও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী তার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাক, যাতে করে সে স্মার্ট এই যুগে নিজেকে বিকশিত করতে পারে।”

এই পর্যন্ত ৮০টিরও বেশি দেশে এবং ২,৮০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে হুয়াওয়ে এবং পৌঁছে দিয়েছে স্মার্ট এডুকেশন সল্যুশন। প্রযুক্তির মাধ্যমে ধারাবাহিক শিক্ষা বিষয়ক উদ্ভাবন, বুদ্ধিবৃত্তিক শিক্ষার প্রসার এবং মেধাবীদেরকে প্রয়োগিক ক্ষেত্রে দক্ষ করে তুলতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

BdREN and Huawei Organize Smart Education Workshop

Recently Heads of IT, Department heads and Network Engineers from 39 universities, National Research and Education Network from Sri Lanka, Nepal, and Bangladesh as well as Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) joined a two days’ workshop titled “Fortifying the Future: Building a Secure and Smart Campus” at Long Beach Hotel at Cox’s Bazar. The workshop was organized by BdREN (NREN of Bangladesh) and Huawei jointly with the collaboration of Smart Technologies (BD) LTD. to expedite the transformation of Smart Education under the vision of Smart Bangladesh 2041.

Victor Lapian, Network CTO and Principal Architect, Huawei APAC, conducted multiple sessions on a range of topics including Trends & Transformation of Digital Education, Asia Pacific region Smart University Transformation, Rational technology for upgrading Campus Network to Smart Campus Network, Data Communication Solution and latest technology like WiFi 7, SDN, AI based solution Technical Workshop.

Through the workshop, the distinguished trainees gained insights into the current trends in smart campuses, digital transformation, and new technologies innovated by Huawei. The workshop aimed to help the university representatives leverage their knowledge to turn respective campuses into smart campuses. The trainees also received knowledge on its technological impact on the university teaching mode, which can fully transform the education sector as well as achieve the Smart Bangladesh vision of the government.

Prof. Dr. Muhammed Alamgir, Chairman (Additional Charge), University Grants Commission and Vice-Chairperson, BdREN was the Chief Guest and Dr. Sultan Mahmud Bhuiyan, Director (IMCT), University Grants Commission was the Special Guest of the workshop, Mr. Allen Liu, Vice President and MD, Enterprise Business Group, Huawei South Asia; Mohammad Tawrit, CEO, BdREN; Md. Zahirul Islam, Managing Director, Smart Technologies BD LTD and other distinguished officials from Huawei, BdREN & Smart were also in attendance.

Prof. Dr. Muhammed Alamgir, said “In Smart Bangladesh; education, especially tertiary level education, will play very important role. University Grants Commission of Bangladesh has huge responsibility to elevate these education systems to a level so that the students can overcome the existing and looming challenges. To address those issues, BdREN has been formed as a trust to bring about Digital Transformation in the higher education sector. It is really appreciated that companies like Huawei and Smart are coming forward and working in collaboration with BdREN to organize this workshop which will facilitate and expedite the targeted digital transformation in the higher education community. Furthermore, it will be helpful to generate deep insights and ideas among the engineers and policy makers to attain our coveted objectives.”

Dr. Sultan Mahmud Bhuiyan said “In embracing the digital technology in higher education landscape, UGC’s unwavering commitment to framing conducive policies will continue. This workshop Organized by BdREN and Huawei symbolizes a leap towards a future where education can become widely inclusive, smart, and infinitely accessible, ensuring that Bangladesh remains at the forefront in achieving educational excellence.”

Mr. Mohammad Tawrit said, “BdREN is working to expand smart education sector in Bangladesh. Our goal is to connect universities into one smart digital space where our students will have better access to learning resources. To achieve that goal, collaboration among different ICT solution providers like Huawei, universities and policy makers is very important. Today’s workshop has been designed to bring all the stakeholders in the same platform. We appreciate Huawei’s involvement in coming forward spontaneously to bolster this initiative. I strongly believe that the insight from this workshop will bring a transformative impact on the higher education sector of Bangladesh.”

Mr. Allen Liu said “In an era where digital transformation is pivotal, Huawei stands committed towards attaining the goal of “Smart Bangladesh”. Our cutting-edge technological support is designed to fortify each pillar of this visionary initiative. With Huawei’s innovative solutions, we are dedicated to realizing the potential of the smart education in the higher education sector and contributing to the nation’s bright future. We want to ensure that every learner has access to the tools and resources they need to thrive in the smart age.”

Till now, Huawei has collaborated with over 2,800 educational entities across more than 80 countries, fostering the integration of smart solutions in education. Looking ahead, Huawei is committed to continuously leveraging technology to spur educational innovation, drive the advancement of intelligent education, and nurture talent equipped with practical skills for the future.