রাইখালীতে পাচারকালে জ্বালানিকাঠ বোঝাই চাঁদের গাড়ী আটক

 কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে রাতের অন্ধকারে পাচারকালে জ্বালানি কাঠ বোঝাই একটি চাঁদের গাড়ী আটক করা হয়েছে। কাপ্তাইয়ের রাইখালী রেঞ্জ এলাকাধীন মতিপাড়া থেকে রাতের বেলা পাচারকালে জ্বালানি কাঠ বোঝাই ওই গাড়ীটি আটক করা হয় গত বুধবার রাত ৯টায়। বৃহস্পতিবার (৩০ মে) আটক জ্বালানি কাঠ বোঝাই চাঁদের গাড়ির বিরুদ্ধে একটি বন মামলা রুজু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনারদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা ও স্টাফরা অভিযান চালিয়ে পাচারের প্রস্তুতিকালে মতিপাড়া এলাকা থেকে জ্বালানী কাঠ বোঝাই একটি চাঁদের গাড়ী আটক করে। এসময় গাড়ী থেকে ১২০ ঘনফুট জ্বালানি কাঠ আটক উদ্ধার করা হয়। তবে পাচারকাজে জড়িতদের কেউকে পাওয়া যায়নি। আটক জ্বালানী কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম জানান, গোপন সুত্রে পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে জ্বালানি কাঠ বোঝাই চাঁদের গাড়িটি আটক করি। রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম জানান, এবিষয়ে বন মামলা করা হয়েছে। আটক জ্বালানি কাঠ ও ট্রাক রাইখালী সদর রেঞ্জে রাখা হয়েছে। প্রসঙ্গত, বন বিভাগ প্রায় সময় পাচারকালে মূল্যবান কাঠ ও জ্বালানী কাঠ আটক করলেও নানা কৌশলে পাচার কার্যক্রম চলছে বলে জানা গেছে।