৯০ দশকের জনপ্রিয় তারকা হিরুর মরদেহ উদ্ধার

কোতোয়ালী থানা এলাকার একটি অফিস থেকে ঝুলন্ত অবস্থায় নব্বয়ের দশকের জনপ্রিয় তারকা, স্পার্কের ভোকাল ও সিজেকেএস সদস্য মোঃ আব্দুল বাসেত হিরুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকায় তার নিজ অফিসে থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত মোঃ আব্দুল বাসেত হিরু নগরের বক্সিরহাটের বদরপাতি এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে৷ তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং চট্টগ্রামের ব্যান্ডদল স্পার্কের ভোকালিস্ট ছিলেন৷

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গত রাতে বক্সিরহাটে অফিসের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা বাসেত নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়। ধারণা করছি আত্মহত্যা করেছেন তিনি। তবে কি কারণে এ আত্মহত্যা তা জানতে তদন্ত চলছে।