ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে ৫ম পর্যায়ে ৭২৭পরিবার (কর্মহীন, নিম্নবিত্ত, দিনমজুর) এর মাঝে বিতরণ করছেন ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হাসান মুরাদ বিপ্লব। কাউন্সিলর বলেন, দেশব্যাপী করোনো ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, দিনমজুর, নিম্নবিত্ত তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যে উপহার পৌঁছে দিয়ে কিছুটা হলেও দুঃখ কষ্ট লাঘবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন এই ধারা আগামীতে সুষ্ঠভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া অব্যাহত থাকবে। আপনারা ঘরে থাকুন, আতংকিত হবেন না।