জনকল্যাণকামী রাজনীতি করে গেছেন ড.মাহমুদ হাসান

৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মালয়েশিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,চটগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য, সংগঠনের উপদেষ্ঠা ড. মাহমুদ হাসানের ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা, দোয়া মাহফিল সম্প্রতি সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি দক্ষিণজেলা কৃষকলীগের সহ-সভাপতি সৈয়দ নুরুল আবছার। বিশেষ আলোচক ছিলেন কবি আশীষ সেন, রাজনীতিবিদ ভানুরঞ্জণ চক্রবর্তী, এম. মনজুর আলম, শিক্ষিকা রিংকু ভট্টাচার্য। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় উপস্থিত ছিলেন কবি সজল দাশ, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, কানু রাম দে, নারায়ন দাশ, দীপক কুমার পালিত, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, নারায়ন দাশ, চন্দনা চক্রবর্তী সংস্কৃতিকর্মী নিলয় দে, সবুজ চৌধুরী রকি, রতন চক্রবর্তী, মিজানুর রহমান, খোকন কান্তি সুশীল, মোঃ জাফর প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মরহুম জননেতা ড. মাহমুদ হাসান আজীবন জনকল্যাণকামী রাজনীতি করে গেছেন।ফটিকছড়ি বাসীর জন্য তিনি যেমন মনপ্রাণ উজাড় করে দান করে গেছেন। অনুরুপ চট্টগ্রামবাসীর জন্যও তিনি সাধ্যনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমৃত্যৃ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে হৃদয়ে ধারণ করে দেশমাতৃকাকে লালন করে মানুেেষর সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি যেমন নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন অনুরুপ তিনি সফল রাজনীতিবিদ হিসেবেও মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।তিনি সর্বস্তরের মানুষকে বিশেষ দুঃস্হ দরিদ্র মানুষকে অকাতরে দান করতেন। ফটিকছড়ি ও চট্টগ্রামে তিনি অসংখ্যা শিক্ষা, ধর্মীয়, সেবা ও সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। একজন জনদরদী ও কল্যাণকামী রাজনীতিবিদ হিসেবে ড.মাহমুদ হাসানকে প্রজন্ম যুগ যুগ স্মরণ করবে।