গিরিছায়া এলাকায় চা বাগান গড়ে তোলা হবে

রাউজান প্রতিনিধিঃ

রাউজান রাবার বাগানের পাশে গিরিছায়া এলাকায় চা পাতার গাছের বাগান গড়ে তোলা হবে । ঐ এলাকায় ৫ হাজার চা পাতার গাছের চারা রোপন করা হবে । গতকাল ২৮ জুলাই রবিবার সকালে রাউজান রাবার বাগানের পাশে গিরিছায়া এলাকায় পাহাড়ী জমিতে চা পাতার গাছের চারা রোপন করে চা বাগানের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির ব্যক্তিগত উদ্যোগে রাউজানে ৫ হাজার চাপাতার গাছের চারা রোপন করা হবে । চা পাতার গাছের চারা রোপন করার সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান উপজেলা কৃষি অফিসার বেলায়েত হোসেন রাউজান রাবার বাগানের ম্যনেজার তপন কর্মকার, রাউজান রাঙ্গুনিয়া রাবার বাগানের ম্যনেজার আতিকুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ, রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, . উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী রানা, যুবলীগ নেতা চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, আহসান হাবিব চৌধুরী আওয়ামী লীগ নেতা হারুন উর রশিদ চৌধুরী টিপু, সিরাজ মাঝি, য়ুবলীগ নেতা সেলিম উদ্দিন, জাফর আহম্মদ, মুন্সি মিজান, জিয়াউদ্দিন মামুন, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আশিফ প্রমুখ ।