চন্দ্রঘোনায় স্বাস্থ্যসেবা ও প্রকল্প কার্যক্রম সম্পর্কে “অ্যাডভোকেসি সভা”

কাপ্তাই প্রতিনিধি: চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে স্বাস্থ্যসেবা ও প্রকল্প কার্যক্রম সম্পর্কে এক “অ্যাডভোকেসি সভা” সোমবার(৪ মার্চ) দুপুরে হাসপাতালের সিসিএইচপি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এতে সভাপতিত্ব করেন মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।হাসপাতালের কম্প্রিহেনসিভ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ডাঃ বিলিয়াম এ সাংমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন, রাঙ্গুনীয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, রাঙ্গুনীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব প্রসাদ, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম, রাঙ্গুনীয়া থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন- কাপ্তাই উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্ককর্তা রিমি চাকমা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন সহ সাংবাদিক, হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীৃন্দ। অ্যাডভোকেসি সভায় মিশন হাসপাতাল ও কুষ্ঠ হাসপাতাল প্রতিষ্ঠা সহ এর সামগ্রীক কার্যক্রম প্রেজেন্টেশন করেন সিমসং চাকমা। হাসপাতালের সুবিধা- অসুবিধা এবং আগামীদিনের নানা পরিকল্পনা তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। বক্তারা তাদের বক্তব্যে পার্শ্ববর্তী রাঙ্গুনীয়া উপজেলা ও পার্বত্য এলাকার চিকিৎসার বাতিঘর হিসেবে পরিচিত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন।