চবি কেন্দ্রীয় লাইব্রেরিতে সুলতান আহমদ ভূইয়ার নামে নামকরণকৃত কর্ণার উদ্বোধন

চট্টগ্রামবিশ^বিদ্যালয়বাংলাবিভাগেরঅবসরপ্রাপ্তপ্রফেসরমরহুমসুলতানআহমদ ভূইয়ারসংগৃহীত বেশকিছুপুস্তক, হস্তলিখিতপান্ডুলিপিচবিরশিক্ষক-গবেষকএবংশিক্ষার্থীদের ব্যবহারেরজন্য ৭ জুলাই ২০১৯ তারিখ দুপুর ১.৩০ টায়চবি কেন্দ্রীয়লাইব্রেরিতেমরহুমপ্রফেসরসুলতানআহমদ ভূইয়ারনামেনামকরণকৃত কর্ণারেসংরক্ষণেরজন্যচট্টগ্রামবিশ^বিদ্যালয়েরমাননীয়উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণআখতার-এরকাছেহস্তান্তরকরেনমরহুমপ্রফেসরসুলতানআহমদ ভূইয়ারসহধর্মীনিমিসেস সৈয়দাসুরাইয়াসুলতানা।
বইহস্তান্তরঅনুষ্ঠানে এক সংক্ষিপ্তভাষণেপ্রফেসর ড. শিরীণআখতারচবিরবাংলাবিভাগেরঅবসরপ্রাপ্তপ্রফেসরমরহুমসুলতানআহমদ ভূইয়ার স্মৃতিরপ্রতিগভীরশ্রদ্ধানিবেদনকরেবলেন,চবিবাংলাবিভাগেরঅবসরপ্রাপ্তপ্রফেসরমরহুমসুলতানআহমদ ভূইয়াছিলেনপ্রতিথযশাহস্তলিখিতপান্ডুলিপিবিশেষজ্ঞ, গবেষকএবংসর্বোপরিএকজন গুণীশিক্ষক। এ কীর্তিমানশিক্ষকেরছাত্র-ছাত্রীরাআজ দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত। এ গুণীশিক্ষকশিক্ষকতাজীবনেনিবেদিতপ্রাণেশিক্ষার্থীদের মাঝেজ্ঞানেরআলোছড়িয়েবিশেষকরেহস্তলিখিতপান্ডুলিপিরব্যবহারসম্পর্কে বিশদ ভূমিকা রেখেছেন।তিনিবলেন,এ খ্যাতিমানশিক্ষকেরসংগৃহীত বেশকিছুপুস্তক, হস্তলিখিতপান্ডুলিপি দীর্ঘদিনপরেহলেওতাঁরপরিবারআজআমাদের কাছেহস্তান্তরকরেশিক্ষা-গবেষণার ক্ষেত্রে যে অসামান্য অবদানরাখছেনতাঅত্যন্তপ্রশংসনীয়।
এ সময়চবিগ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) জনাব এ কে এমমাহফুজুলহক, পরীক্ষানিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাবচৌধুরীআমীর মোহাম্মদ মুছাএবংমরহুমেরপরিবারবর্গেরসদস্যবৃন্দ,বিশ^বিদ্যালয়ের সম্মানিতশিক্ষক, কর্মকর্তা-কর্মচারীএবংশিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।