এই সরকারের পতন অনিবার্য

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার হরণ করে, একতরফা তামাশার নির্বাচনের মাধ্যমে সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। গত ১৫ বছরে তারা দেশের অর্থনীতি, সমাজনীতি, আইনশৃঙ্খলা, প্রশাসন-রাষ্ট্রযন্ত্র সবকিছু ধ্বংস করেছে। চলমান উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, ব্যাংকের সুদের হার বৃদ্ধি এবং সীমাহীন অর্থ পাচার ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি আজ চরমভাবে বিপর্যস্থ। ডলারের অভাবে আমদানির পথ রুদ্ধ হয়ে গেছে। অর্থনৈতিক অস্থিরতার কারণে কমেছে বিদেশী বিনিয়োগ। দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোড়ার দৌরাত্ম্যে এমনিতেই জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তারমধ্যে সরকার আবারোও আগামী মাসে বিদ্যুৎ ও জ্বালানীর মূল্যবৃদ্ধির পায়ঁতারা করছে। মানুষ যখন বিদ্যুৎ-গ্যাস-পানি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মুল্যবৃদ্ধির যন্ত্রণায় কাতর, সেখানে নতুন করে মূল্যবৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। জনবান্ধব নয় বলেই সরকার সাধারণ মানুষের যন্ত্রণা, মর্ম, ব্যথা-বেদনা ও আর্তনাদের ভাষা বুঝছে না। লুটপাটের পথ সুগম করতেই তারা জনগণের পকেট কাটার ব্যবস্থা করছে। এইভাবে একটি দেশ চলতে পারেনা, বিদায় এদের নিতেই হবে। বিশ্বের গণতান্ত্রিক দেশসমূহ এই অবৈধ সরকারকে স্বীকৃতি দেয়নি। এদেশের জনগণও গত নির্বাচনে এদের লাল কার্ড দেখিয়েছে। দেশের স্বার্থ কে ভুলন্ঠিত করে সরকার নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে অবৈধ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুবিধা দিয়ে পার্শ্ববর্তী দেশের উপর ভর করেছে। কিন্তু কোন অপশক্তি এদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবেনা। এদের দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে, এই সরকারের পতন অনিবার্য।

তিনি আরোও বলেন, দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। সরকারের  দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে বলেই বিএনপির নেতাকর্মীদের উপর এত নির্যাতন-নিপীড়ন। আর এত মামলা-হামলা, জেল-জুলুম সহ্য করে আমাদের আজকের আন্দোলন হচ্ছে শুধুমাত্র জনগনের কষ্ট লাঘবের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। বিএনপি জনগণকে যে ওয়াদা করে তা পালন করে। বিপদে আপদে জনগণের পাশে দাঁড়ায়।

সৌদি আরবস্থ জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম এর উদ্যোগে আয়োজিত “একতরফা ডামি নির্বাচন,বিপর্যস্থ অর্থনীতি,বিদ্যুৎ-গ্যাস-পানিসহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি তিনি পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি আরব আসলে জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম এক সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করে।

ফোরামের সভাপতি মুফিজুল আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ ইদ্রিস এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা খলিলুর রহমান, ফোরামের উপদেষ্টা ও সৌদি আরব পশ্চিম অঞ্চল জাসাস এর আহ্বায়ক  মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সাভাপতি শেখ ইসমাইল, ইঞ্চিনিয়ার লোকমান ও জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলাইমান ভুট্টো। এতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, গিয়াস উদ্দিন, দিদারুল আলম, পশ্চিম অঞ্চল যুবদলের সহ-সভাপতি শাহজাহান সাজু,  যুবদল জেদ্দার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল সিকদার, আব্দুল জলিল, এ.ওয়াই রাশেদ, শহিদুল ইসলাম ও ইয়াছিন পারভেজ সহ অন্যান্য।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ তাজুল ইসলাম। পরিশেষে গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রাখায় প্রধান অতিথি আলহাজ্ব আবু সুফিয়ান কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং  দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সবশেষে নৈশভোজের মধ্যে দিয়ে উক্ত আলোচনা সভা সমাপ্তি হয়।