‘নতুন পুরনোর মেলবন্ধনে ছুটবো মোরা সম্মুখ পানে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান চবি জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফ্রেরুয়ারি ২০২৪ সকাল ১০:৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. নূরল আনোয়ার। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি।
চবি মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর ড. শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ও চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএসআইআর চট্টগ্রাম এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও অনুষ্ঠানের সদস্য-সচিব ড. সাইফুল ইসলাম।
মাননীয় উপাচার্য মাইক্রোবায়োলজি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগত অতিথি, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীসহ তাদের পরিবারবর্গকে বিশ^বিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “একটি দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হলে বিজ্ঞানচর্চা ও গবেষণা অপরিহার্য। মাইক্রোবায়োলজি বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় দেশে যুগোপযোগী ও আধুনিক জ্ঞান-গবেষণার দ্বার অবারিত করেছে। ইতোমধ্যে এ বিভাগের এলামনাইরা দেশে ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে তাদের উদ্ভাবনী জ্ঞান-গবেষণা প্রয়োগের মাধ্যমে দৃশ্যমান অবদান রেখে চলেছেন।” মাননীয় উপাচার্য বলেন, “বর্তমান বিশে^ বিভিন্ন মহামারীর প্রতিকুল পরিস্থিতিতে মাইক্রোবায়োলজির শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন নতুন রোগ সনাক্তকরণ, বিস্তার রোধ এবং এর প্রতিকারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।” প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্রমুক্ত ও শোষণমুক্ত সমাজ তথা দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁরই স্বপ্ন দৃশ্যমান করতে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।” মাননীয় উপাচার্য এ স্বপ্ন বাস্তবায়নে আমাদের শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীসহ সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান।
এ উদ্বোধনী অনুষ্ঠানে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- রেজিস্ট্রেশন, জাতীয় সংগীত পরিবেশন, উদ্বোধনী সংগীত পরিবেশনের সাথে নৃত্য পরিবেশন, র্যালী, প্রাত:রাশ ও অতিথি সংবর্ধণা, আলোচনা সভা, এলামনাই স্মৃতিচারণ ও বিদেশে অবস্থানরত এলামনাইদের শুভেচ্ছা বার্তা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী অরিজিৎ চক্রবর্তী ও নওশাদ নাসরীন। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে চবি মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যবৃন্দ, বিভাগের কর্মকর্তা-কর্মচরীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্টব্যাক্তিবর্গ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।