সমাজদরদী আলাউদ্দীন খোকনকে প্রজন্ম স্মরণে রাখবে

চট্টগ্রাম সাহত্যি পাঠচক্ররে উদ্যোগে বশিষ্টি লখেক, সংগঠক, প্রকাশক আলাউদ্দনি খোকন স্মরণে এক সভা ও শক্ষিাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত ১২ ফব্রেুয়ারী সন্ধ্যায় সংগঠনরে অস্থায়ী র্কাযালয়ে অনুষ্ঠতি হয়। সংগঠনরে সভাপতি বাবুল কান্তি দাশরে সভাপতত্বিে এতে প্রধান অতথিি ছলিনে ছলিনে কবি আশীষ সনে।প্রধান আলোচক ছলিনে উত্তরজলো জাসদরে সভাপতি ভানুরঞ্জণ চক্রর্বতী। সংগঠনরে সাধারণ সম্পাদক আসফি ইকবালরে পরচিালনায় এতে কথামালা, আবৃত্তি ও সঙ্গীতে অংশননে বীর মুক্তযিোদ্ধা করিণ লাল আর্চায্য, স্থাপতি রদিোয়ানুল হক, শক্ষিক বজিয় শংকর চৌধুরী, আবৃত্তশিল্পিী শাহীন ফরেদৌসী, শবনম ফরেদৌসী, সংগীত শল্পিী অচন্তি কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, শক্ষিকিা রংিকু ভট্টার্চায, কবি সজল দাশ, রাজগোপাল দাশ, নলিয় দ,ে মোঃ ততিাস, স্বপন সনে প্রমুখ। সভায় বক্তারা বলনে লখেক সংগঠক আলাউদ্দনি খোকন তাঁর মহতি র্কমকান্ডরে জন্য চট্টগ্রামরে মানুষরে কাছে সবসময় স্মরণযোগ্য হয়ে থাকব।ে বক্তারা বলনে মহয়িসী নারী একাত্তররে জননীখ্যাত রমা চৌধুরীর একজন বশ্বিস্ত সুহৃদ হসিবেে অসম্প্রাদায়কি চতেনায় যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করছেনে তা র্বতমান সমাজে বরিল। মুক্তযিোদ্ধা লখেকিা রমা চৌধুরীকে যতদনি মানুষ স্মরণে রাখবে অনুরুপ আলাউদ্দীন খোকনকওে মানুষ তাঁর দশেপ্রমে ও মানবকিতার জন্য স্মরণে রাখব।ে বক্তারা এই নর্লিােভ সমাজদরদী, সবোর কান্ডারী আলাউদ্দনি খোকনদরে আমাদরে যথাযথ মুল্যায়ন ও স্মরণ করা জরুরী।