সুশিক্ষাই শক্তি, শিক্ষা জাতিকে উন্নত ও ব্যক্তিকে সম্মানিত করে। বিশ্ব প্রতিযোগিতায় নিজেদের প্রতিষ্ঠা করার জন্য সময়ের উপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। আজকের পরীক্ষির্থীরা বড় হয়ে একদিন মানব সম্পদ হবে। বিশ্বের উচ্চাসনে নিজের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। নিজেদের প্রকৃত মানব সম্পদ হিসেবে গড়ে তোলতে অবশ্যই মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই বই মনষ্ক হতে হবে। অবহেলা না করে যুগোপযোগী শিক্ষা অর্জন করতে হবে। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে লেখা-পড়ার বিকল্প নেই। ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার কেশুয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মঈন উদ্দিন রুপন। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক, মাষ্টার মোজাহেরুল হক, রেজাউল করিম। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।