তারের জঞ্জালে ম্লান হওয়া নগরের সৌন্দর্য ফেরাতে চায়

ক্যাবল টিভি, টেলিফোন, ইন্টারনেটের তারের জঞ্জালে ম্লান হওয়া নগরের সৌন্দর্য ফেরাতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এ লক্ষ্যে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে ডিশ ও ইন্টারনেট সংযোগ প্রদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সভা করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

মেয়র বলেন, বাণিজ্যিক নগরী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রামের যে গুরুত্ব আছে তা ম্লান হয়ে যাচ্ছে তারের জঞ্জালের জন্য। নগরের সৌন্দর্য ও নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে তারের জঞ্জাল অপসারণ করতে চাই।

‘সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ডিশ, ইন্টারনেট সংযোগ ক্যাবল ব্যবস্থাপনা হলে বৈদ্যুতিক খুঁটিতে দুর্ঘটনা কমবে, শহরের সৌন্দর্য বাড়বে৷ আবার তার কাটা ও চুরি রোধ হওয়ায় ব্যবসায়ীরাও লাভবান হবে। আজ পাওয়া মতামতগুলো বিবেচনার পাশাপাশি নির্বাচনের পর আগামী ১৫ জানুয়ারি আবারো এ বিষয়ে মতবিনিময়ের সভা করব আমরা। সবার মতামতের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি থেকে এ সমস্যা সমাধানে মাঠপর্যায়ে কাজ শুরু করতে চাই। ’ বলেন মেয়র।

সভায় চসিকের পরিবেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন তারের জঞ্জাল অপসারণে ক্যাবল ট্রে ব্যবহারের পরামর্শ দেন। লালখানবাজার ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ড্রেনেজ ব্যবস্থা কাজে লাগিয়ে ভূ-গর্ভস্থ কেবল নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।

চসিকের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সহকারী স্থপতি আবদুল্লাহ আল ওমর প্রমুখ।