আপনাদের সেবক হিসাবে কাজ করেছি

শফিউল আলম,সংবাদদাতা রাউজানঃ আমাকে ভোট দিয়ে পর পর চারবার সংসদ সদস্য নির্বাচিত করছেন আমি আপনাদের সেবক হিসাবে কাজ করেছি, আবারো ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে আপনাদের সেবা করবো । রাউজান এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত ছিল। স্বাধীনতা বিরোধী শক্তির ছত্রছায়ায় সন্ত্রাসীরা রাউজানে হত্যা, অপহরন, চাদাঁবাজী, ছিনতাই, ডাকাতির ঘটনা সংগঠিত করে রাউজানের সাধারন মানুষকে জিম্মি করে রাখতো । আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সন্ত্রাসের জনপদ রাউজানকে শান্তির জনপদে পরিণত করেছি। অবহোলিত রাউজানে ব্যাপক উন্নয়ন কাজ করেছি । শান্তির জনপদ রাউজানকে আবারো সন্ত্রাসের জনপদে পরিণত করার ষড়যন্ত্রে তৎপর হয়ে উঠেছে ষড়যন্ত্রকারীরা । আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে রাউজানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে । গতকাল ২০ ডিসেম্বর বুধবার সকালে থেকে সারদিন ব্যাপী রাউজান পৌর এলাকা ও পাহাড়তলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচরনা অনুষ্টানে পথসভায় বক্তব্যে চট্টগ্রাম ৬ রাউজান আসনে ্আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী এখতা বলেন ।

২০ ডিসেম্বর বুধবার সকালে রাউজানের গহিরায় পিতা মরহুম একে এম ফজলুল কবির চৌধুরী সহ মুরি¦িদের কবর জেয়ারত করে গহিরায় জাতির জনক বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করার পর নির্বাচনী প্রচালনা শুরু করেন এবি এম ফজলে করিম চৌধুরী । রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা, গহিরা চৌমুহনী, সুলতানপুর জানালী হাট, বেরুলিয়া, এম জে স্কোয়ারের সামনে মুন্সির ঘাটা জলিল নগর বাস ষ্টেশন, পশ্চিম রাউজান চারাবটতল বাজার পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, পাহাড়তলী চৌশুহনী, মাহামুনি,বদু পাড়া, দেওয়ান পুর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন এবি এম ফজলে করিম চৌধুরী । নিবাচনী প্রচরনা করার সময়ে পথসভায় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলুআরা ইউছুপ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর কাউন্সিলর কাজী ইকবাল, স্বপন দাশ গুপ্ত, শাহ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কাযর্ নির্বাহী সদস্য সুমন দে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর প্যনেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়ির সহসভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর জানে আলম জনি,শওকত হাসান চৌধুরী, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, , চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, ভুপেশ বড়ুয়া, বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, জেবু নেচ্ছা, জান্নাতুল ফেরদৌস ডলি, যুবলীগ নেতা আজাদ খান, সারজু মোহাম্মদ নাসের, দিপুল দে, ইমরান হোসেন ইমু, হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, আবু সালেক,মিজানুর রহমান মুন্সি, সেলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মনির তালুকদারে,শাখাওয়াত হোসেন পিবলু,বেলাল হোসেন সিফাত, অনুপ চক্রবর্তী, মোঃ আশিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা । চট্টগ্রাম ৬ রাউজান আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর সাথে প্রতিদন্দিা¦তায় মাঠে নামা স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতিক নিয়ে রাউজানের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন গতকাল ২০ ডিসেম্বর বূধবার। জাতীয় পাটির প্রার্থী শফিক উল আলম লাঙ্গল প্রতিক নিয়ে রাউজানের বিভিন্ন এলাকায় গনসংযোগ করতে দেখা যায় । ছবির ক্যাপশনঃ রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে মাংস প্রক্রিয়াজাতকরন ও চামড়া সংগ্রহর উপর প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা রাউজানে মাংস প্রক্রিয়াজাত করন ও চামড়া সংগ্রহর উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত শফিউল আলম,সংবাদদাতা রাউজান ঃ রাউজান উপজেলা প্রাণূী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উদ্যোগে মাংস ব্যবসায়ীদের মাংস প্রক্রিয়াজাত করন ও চামড়া সংগ্রহর উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয় । গতকাল ২০ ডিসেম্বর বুধবার দুপুরে রাউজান উপজেলা প্রাণূী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে অনুষ্টিত প্রশিক্ষন কর্মশারায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা। রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়িতা বসুর সভাপতিত্বে জাহেদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্টিত প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, চট্টগ্রাম জেলা পোল্টি ফার্শ এসেসিয়নের সহ সভাপতি রিটন চৌধুরী প্রমুখ । রাউজানে কিস্তির টাকা দিতে ব্যার্থ হওয়ায় দু সন্তানের জননীর আর্ত্নহত্যা শফিউল আলম, সংবাদদাতা রাউজান ঃ রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের পুর্ব বিনাজুরী মোহাম্মদপুর বেলায়েত আলী সারাংয়ের বাড়ীর বাসিন্দ্বা দরিদ্র দিনমজুর আনোয়ার মিয়ার স্ত্রী দু সন্তানের জননী জেসমিন আকতার (৩৫) গতকাল ২০ ডিসেম্বর বুধবার ভোরে ঘরের মধ্যে চালার সাথে গলায় রশি দিয়ে আর্ত্নহত্যা করে। জেসমিন আকতার এনজি ও থেকে ৩ লাখ টাকা ঋণ নেয় । ঋনের কিস্তির টাকা দিতে অপারগতা হওয়ায় গলায় রশি দিয়ে আর্ত্নহত্যা করে বলে এলাকার বাসিন্দ্বারা জানান অ। স্থানীয় ইউপি মেম্বার কামরুল ইসলাম বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্নহননকারী জেসমিন আকতারের লাশ পুলিশ উদ্বার করে নিয়ে যায় । রাউজান থানার ওসি জাহেদ হোসেন বলেন, আর্ত্নহননকারী জেসমিন আকতারের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে । এ ব্যাপারে রাউজান থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।