কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। রাষ্ট্র এবং সমাজের নানা অসঙ্গতি সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় পেশাদার সাংবাদিকদের সংগঠন কাপ্তাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর কবির সহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সৌজন্যে সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সবসময় আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বাড়ি আমাদের চট্টগ্রাম রাঙ্গামাটি কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ কাপ্তাই প্রেস ক্লাব নেতৃবৃন্দের