নাশকতা চেষ্টার অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য পারভেজ হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) রাতে পারভেজ হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে তবলছড়ি বাজার থেকে হেলাল উদ্দিনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন বলেন, ‘সরকার আমাদের ওপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে; তার একটি নিদর্শন মাত্র এসব। হামলা-মামলা দিয়ে এ সরকারের শেষ রক্ষা হবে না।’
রাঙামাটি কোতোয়ালির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, নাশকতা চেষ্টার মামলায় ছাত্রদলের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।