ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নগরের মুরাদপুরে ট্রাকের ধাক্কায় মো. মামুন চৌধুরী (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন বায়েজিদের কোম্পানি বাড়ি এলাকার নুরুল আবছার চৌধুরীর ছেলে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই মোটরসাইকেল চালক। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।