রাস্তায় প্রচুর জ্যাম থাকবে, কাজ না থাকলে বের হবেন না

খুব জরুরি দরকার না হলে, আজকে দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে বের না হওয়া উত্তম। কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকবে। কিছু কিছু রাস্তা তো বন্ধই থাকবে। সুতরাং আপনার সুবিধা অনুসারে চলাচল করুণ।

আজ সনাতন ধর্ম অনুসারিদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান। ঐ সময়টাতে রাস্তায় রথ চালানো হবে। রথ ও প্রচুর ভক্তদের কারণে রাস্তায় অনেক জ্যামের সৃষ্টি হবে।

বিষয়টা এই জন্যই বলা যে, অনেকে অন্য দিনগুলোতে ঘন্টার পর ঘন্টা রাস্তায় জ্যামে বসে থাকতে পারে। তাতে কোন সমস্যা হয় না। কিন্তু আজকে হিন্দুদের রথযাত্রার জন্য এক মিনিটও জ্যামে বসে থাকতে হলে, ওমনি চেতনা জেগে উঠে। হিন্দুদের চৌদ্ধ গুষ্ঠি উদ্ধার করে।

তাই একটু সহযোগিতা করুণ উৎসব পালনে। মাত্র ৫-৬ ঘন্টা। তারপর সব স্বাভাবিক হয়ে যাবে।