আগামী ২৫ নভেম্বর শনিবার চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসনা ও ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা দক্ষিণের মতবিনিময় সভা ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা দক্ষিণের সভাপতি মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলমের সভাপতিত্বে আজাদী বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, যুবসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশে আজ সংঘাতময় পরিস্থিতির শিকার নিরীহ সাধার মানুষ। তারা রাজনীতি বুঝে না, দু’মুঠো খেয়ে পরে তাঁরা বাঁচতে চায়। অথচ বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। সংঘাতমুক্ত অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনস্বস্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। বক্তারা ২৫ নভেম্বরের লালদীঘির মহাসমাবেশে অংশগ্রহণ করে শান্তিপ্রিয় জনতার অধিকার আদায়ের সংগ্রাম বেগবান করার আহ্বান জানান। ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ মুহাম্মদ মোতালেব পারভেজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ শহীদুল্লাহ্ কায়সার, মুহাম্মদ ফরিদুল আলম, উপজেলা যুবসেনা সভাপতি মুহাম্মদ তারেক আলম, মুহাম্মদ আবদুর রহমান বাবর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ হাসান কুতুবী, উপজেলা ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ নজিবুল হক আজাদ, হাফেজ মুহাম্মদ ফরহাদুল ইসলাম, মুহাম্মদ আশরাফ উদ্দীন, সৈয়দ মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ কুতুব উদ্দীন ও মুহাম্মদ সিফাত উল্লাহ প্রমুখ।