যেখানে গুণীদের গুন কীর্তন করা হয় না সেখানে গুণীজন সৃষ্টি হয় না

রাউজান পশ্চিম ডাবুয়া যুব নব দিগন্ত ক্লাব কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান ও ব্লাড ডোনার গ্রুপ উদ্বোধন ও সম্মাননা অনুষ্ঠানে সামাজিক-মানবিক কাজে অসামান্য অবদান রাখায় রাউজান সেন্ট্রাল বয়েজের সভাপতি সাইদুল ইসলাম ও যুব নব দিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম মনছুর আলম (জিহান) কে সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান সম্প্রতি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী। মাস্টার শফিউল বশর মামুনের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা নুরুল ইসলাম রেজভী, মাওলানা আবুল বশর মাইজভান্ডারী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। এসময় বক্তারা বলেন, যেখানে গুণীদের গুন কীর্তন করা হয় না সেখানে গুণীজন সৃষ্টি হয় না। যেকোন ভালো কাজের প্রশংসা বা উৎসাহ না দিয়ে তার দোষ খুঁজে বেড়ায় এই ধরনের মন- মানসিকতা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে দেশে কোন গুণী সৃষ্টি হবে না মানুষ কোনো ভালো কাজ করতে এগিয়ে আসবে না। তাই সবাইকে মানবতাবাদী হয়ে কাজ করার আহ্বান জানান।