”বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কার এর বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার”

বিজ্ঞান আন্দোলন মঞ্চ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে উচ্চ মাধ্যমিক নবীন বরণ-২০২৩ অনুষ্ঠিত হয় 
”বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কার এর বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার” স্লোগান কে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে উচ্চ মাধ্যমিক নবীন বরণ উৎসব -২০২৩ অনুষ্ঠিত হয় সকাল ১১ টায় নিউমার্কেট  দোস্ত বিল্ডিং (৩য় তলায়)। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ, চট্টগ্রাম জেলার সমন্বয়ক মিরাজ উদ্দিন।  বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য উম্মে হাবিবার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আল কাদেরী জয়, হেলাল উদ্দিন কবির, সদস্য অরুপ মহাজন। অনুষ্ঠানের শুরুতে ইসরায়েল কর্তৃক নিরিহ ফিলিস্তিনিদের উপর নির্মম গণহত্যার প্রতিবাদে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দিন দিন আমাদের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান শিক্ষা সংকোচিত হয়ে আসছে। নতুন শিক্ষাক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে।  শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিজ্ঞান শিক্ষার যথেষ্ট প্রাতিষ্ঠানিক আয়োজন নেই! ফলে তরুণ প্রজন্মের চিন্তায় অন্ধবিশ্বাস ও কুসংস্কার এর পরিমাণ দিন দিন বাড়ছে।  শিক্ষক সংকট, শ্রেণি সংকটে শিক্ষা প্রতিষ্ঠান গুলো জর্জরিত।  শিক্ষাকে বাণিজ্যিক ধারায় পরিচালিত করার কারনে শিক্ষা লাভ অনেক ব্যয়বহুল হয়ে গেছে। ফলে প্রকৃত শিক্ষা সমাজে গুটি কয়েক মানুষের হাতে জিম্মি হয়ে পড়ছে। উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আমরা তা স্পষ্ট বুঝতে পারি যে আমরা কতটা পিছিয়ে আছি! প্রতিদিন নতুন জ্ঞান ও প্রযুক্তির সমাহার ঘটে চলছে আমাদের পৃথিবীতে। বক্তারা আরো বলেন এই জ্ঞান ও প্রযুক্তিকে  আরো বিকাশিত করতে চাই একটি বিজ্ঞান ভিত্তিক, সেক্যুলার গণতান্ত্রিক, বৈষম্যহীন ও একই ধারার শিক্ষা ব্যবস্থা। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।