ফিলিস্তিন বাসীর উপর ইসরায়েলের অমানবিক গণহত্যা অনতিবিলম্বে বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়ে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আজ বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মতিউর রহমান সৌরভ। সাংবাদিক রোজি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন লিয়াকত আলী খান, জসিম উদ্দীন চৌধুরী, কবি সঞ্চয় কুমার দাশ, সাংবাদিক রিমন মুহুরি, মনজুর আলম, নুর জামাল চৌধুরী, ডাঃ মীর হোসেন মাসুম, শাহাদাত হোসেন, শহীদুল হক খান, নুরুল হক চৌধুরী, স্বাধীন বর্মন, সমীরণ পাল, পারভীন সুলতানা, আসিফ ইকবাল, রোকেয়া শিমুল প্রমূখ। বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্তমান বিশ্বের সবচেয়ে নির্মম নির্দয় ও বর্বর হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের পরও জাতিসংঘ-ওআইসি সহ বিশ্বসংস্থা গুলো কার্যকর কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে যা অত্যন্ত লজ্জাজনক। বক্তারা অবিলম্বের ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জোর দাবি জানান।