অবরোধ সমর্থনে ঢাকায় জামায়াতের বিক্ষোভ-মিছিল

তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে রাজধানীতে পৃথক পৃথকভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে এসব মিছিল অনুষ্ঠিত হয়। সকালে ৬ স্পটে মিছিল করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা।

সকাল ৭টায় ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে মিরপুর ১৩নং এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশ চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালায় এবং একজনকে গ্রেপ্তার করে বলে অভিযোগ দলটির। এসময় ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দীন মানিক বলেন, সরকার গণ-আন্দোলনে জনগণের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা জনতার শান্তিপূর্ণ আন্দোলনের ওপর রাষ্ট্রশক্তির অপব্যবহার ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে গোটা দেশেই এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সারাদেশেই নির্বিচারে গণগ্রেপ্তার চলছে। কিন্তু সরকারের দমন-পীড়ন যত বাড়ছে রাজপথ ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে। তারা কোনোভাবেই জনগণের এই উত্তাল স্রোত রুখতে পারবে না। বরং গণরোষেই সরকারকে ক্ষমতা থেকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।

গুলশান-তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকারের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। সকালে মিরপুর অরিজিনাল ১০-এ অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন এ মিছিলে নেতৃত্ব দেন। এছাড়া উত্তরা, আব্দুল্লাহপুর বেড়িবাঁধ সড়ক এবং মোহাম্মদপুরে মিছিল করেছেন জামায়াতের নেতাকর্মীরা।
এদিকে সকালে রাজধানীর শনির আখড়ায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামাল হোসাইন বলেন, এই অবরোধ স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের জন্য। দেশব্যাপী তীব্র গণআন্দোলন শুরু হয়েছে, এবার জনগণ এই সরকারের পতন নিশ্চিত করে ঘরে ফিরবে। সারা বাংলাদেশে এই অবরোধ চলছে এবং চলবে। জনগণের দাবি আদায়ের এক দফা সরকার পতনের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথে অবস্থান করবে।

রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আবদুল মান্নান এতে নেতৃত্ব দেন। সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় রামপুরা-ডেমরা সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুস সালামের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ধোলাইপাড় মোড় সড়ক এবং হাজারীবাগে সড়ক বন্ধ করে মিছিল করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।