জন দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেকবক দলের সভাপতি এইচ এম রাশেদ বলেছেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদস্থ করার ষড়যন্ত্র করছে। গণহারে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে তারা আবারোও একটি একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্ট দাবি নিয়ে রাজপথে নেমেছি, আমরা চাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। দেশের জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই দাবি শুধু আমাদেরই নয়, সারা দেশের মানুষেরও দাবি। শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না আওয়ামী লীগ সরকার, আর তাদের সুবিধাভোগী পেটুয়া বাহিনী। কারণ তারা জানে, একটি নিরপেক্ষ নির্বাচন হলেই তাদের ক্ষমতার গদি আর থাকবে না। আর গদি না থাকলে তাদের বিদেশে টাকা পাচার, লুটপাট, দুর্নীতি, বিরোধী নেতাকর্মীদের খুন-গুমের বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে।

তিনি অরোও বলেন, দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ সরকার নিজেকে বাংলার মানুষের জাতীয় শত্রæ হিসেবে চিহ্নিত হয়েছে। পেশী শক্তি আর দালাল প্রশাসন নির্ভরতা এই সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। তারা যত জনবিচ্ছিন্ন হচ্ছে, তত বেশি ফ্যাসিবাদী রূপ ধারণ করছে। এই হামলা, নির্যাতন ও নিপীড়ন করে পৃথিবীর বুকে কোন স্বৈরাচার সরকারই টিকে থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিবাদী এই সরকারও টিকে থাকতে পারবে না। জনগণের উত্তাল রোষে তারাও হারিয়ে যাবে। আমরা দ্ব্যার্থহীন কন্ঠে বলতে চাই, সংঘাতের রাজনীতি পরিহার করুন। অবিলম্বে জন দাবি মেনে পদত্যাগ করুন। অন্যথায় সকল অন্যায় অবিচারের দাঁত ভাঙ্গা জবাব দিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটা নেতাকর্মীকে প্রস্তুত রয়েছে।

আজ ০৬ নভেম্বর (সোমবার) সকালে অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে প্রবর্তক মোড় এসে শেষ হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। একদিকে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, অপরদিকে দেশের টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সরকার দাবি করছে, তাদের উপর জনগণের সমর্থন আছে, অথচ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছে। কারণ তারা নিজেরাও ভালো করে জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। আমরা বলতে চাই, জুলুম করে শাসন দীর্ঘায়িত করা যায় না। জুলুম থেকে মানুষকে মুক্তি দিন। না হয়, দেশবাসীকে নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মামুনুর রহমান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, সাইফুল আলম দিপু,সহ-পরিবার বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু,সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. রনি, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, বাকলিয়া থানা আহবায়ক মো.দুলাল মিয়া, থানা যুগ্ম আহবায়ক জহরুল ইসলাম জহুর, মো. জামশেদ, মহিউদ্দিন রনি, ইমন প্রমুখ।