ট্রাম্পকে ইউক্রেনে আমন্ত্রণ জানালেন জেলেনস্কি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কারণ তিনি ট্রাম্পকে সরাসরি দেখিয়ে দিতে চান যে, তার পক্ষে রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধান করা সম্ভব নয়।
রোববার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ২৪ ঘণ্টায় তিনি এই যুদ্ধ শেষ করতে পারবেন। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনে এসেছিলেন। আমার ধারণা, তিনি আসল পরিস্থিতি বুঝতে পেরেছেন। এটি বুঝতে হলে কাউকে অবশ্যই ইউক্রেনে আসতে হবে। তাই আমি এখন ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানাচ্ছি। যদি তিনি এখানে আসেন, তাহলে আমি মাত্র ২৪ মিনিট সময় নেব। আর এই সময়ে আমি তাকে বুঝিয়ে দেব যে, তার পক্ষে এই যুদ্ধ থামানো সম্ভব নয়।

উল্লেখ্য, রিপাবলিকান দল থেকে আগামী মার্কিন নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন ট্রাম্প। অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে আছেন তিনি।

অপরদিকে বাইডেন-ট্রাম্প জরিপেও দেখা যাচ্ছে বর্তমান প্রেসিডেন্টের থেকে ভালো করছেন তিনি। ফলে ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন, এমন সম্ভাবনা দিন দিন জোরালো হচ্ছে। ট্রাম্প প্রথম থেকেই ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোর বিরোধী। তিনি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনাকে প্রাধান্য দেয়ার কথা বলে আসছেন। যেখানে বাইডেন যতদিন প্রয়োজন ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, সেখানে ট্রাম্প বলছেন, বাইডেনের এমন নীতি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। তিনি যদি আগামী বছর নির্বাচনে জয় পান, তাহলে মাত্র ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি করবেন বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন।
গত সেপ্টেম্বরে ট্রাম্প এনবিসিকে বলেন, আমি প্রথমে রুশ প্রেসিডেন্টকে একটি কক্ষে নিয়ে কথা বলবো। এরপর জেলেনস্কির সাথেও কথা বলবো। এরপর আমি দুই জনকে একসঙ্গে এনে একটি চুক্তি করবো। তবে ট্রাম্প কিভাবে এই শান্তিচুক্তিতে রাশিয়া ও ইউক্রেনকে রাজি করাবেন তা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি যদি এখনই সেটি বলে দেই তাহলে আমি আমার প্রধান কৌশল উন্মুক্ত হয়ে যাবে।