‘জয়টা আমাদের প্রাপ্য ছিল না’, সোসিয়েদাদকে হারিয়ে বার্সা কোচ জাভি

বল দখল কিংবা আক্রমণ- উভয় দিকেই বার্সেলোনার ওপর আধিপত্য দেখায় রিয়াল সোসিয়েদাদ। তবে শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নেয় ব্লাউগ্রানারা। শনিবার অ্যানোয়েটা স্টেডিয়ামে স্প্যানিশ লা লিগার ম্যাচে স্বাগতিক সোসিয়েদাদকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। জয় পেলেও দলের পারফরম্যান্স মনঃপুত হয়নি কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে তিনি বলেন, জয়টা বার্সেলোনার প্রাপ্য ছিল না।

ঘরের মাঠে ৫১ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনার গোলবারের উদ্দেশে মোট ১৩টি শট নেয় রিয়াল সোসিয়েদাদ। তার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। বিপরীতে ৪৯ শতাংশ বল দখলে রাখা কাতালানরা ১২টি শটের ৪টি লক্ষ্যে রাখে। আধিপত্যে সোসিয়েদাদের চেয়ে খানিক পিছিয়ে থাকা বার্সেলোনা জয়সূচক একমাত্র গোলটি পায় ৯০+২ মিনিটে। ইলকাই গুনদোয়ানের অ্যাসিস্টে গোলটি করেন রোনাল্ড আরোহা।

রিয়াল সোসিয়েদাদের ঠিক আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এল ক্লাসিকোয় দাপট দেখিয়েও ২-১ গোলে হেরেছিল কাতালানরা।

সেই ম্যাচের প্রসঙ্গ টেনে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘গত সপ্তাহে (এল ক্লাসিকোতে) জয়টা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু হেরে যাই। তবে আজকে জয়ের দাবিদার ছিলাম না আমরা, তবুও জিতে গেলাম।’
জাভি বলেন, ‘(সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে) আমরা অনেক ভুগেছি। অল্প কিছু সুযোগ তৈরি করতে সমর্থ্য হয়েছি। আমাদের পারফরম্যান্সে স্বস্তি ছিল না। তবে এই জয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা তিন পয়েন্ট পেলাম।’
১২ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের তিনে বার্সেলোনা। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৩১।