৮১ রানেই শেষ বাংলাদেশ

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মেয়েদের বোলিং তোপে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। মিরপুরে এদিন টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন সাদিয়া ইকবাল। এছাড় ৩টি করে উইকেট নেন পাকিস্তান অধিনায়ক নিদা দার ও উম্মে-ই হানি।

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ নারী দল। ৪৭ রানেই ফিরে গেছেন ৫ টাইগ্রেস ব্যাটার। সর্বশেষ ১৩ রান করে পাকিস্তান অধিনায়ক নিধা দারের বলে বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে।

এখন পর্যন্ত ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ । যেখানে দুই দলেরই জয় সমান ছয়টি করে।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।