শুরুতে লিড নেয় এসএসসি নাপোলি। সমতায় ফেরার পর এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর ম্যাচে ফিরলেও শেষ মুহূর্তে আত্মঘাতী গোল দিয়ে বসে নাপোলি। মঙ্গলবার দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগ গ্রুপপর্বের ম্যাচে স্বাগতিক নাপোলিকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এতে দ্য লিটল ডঙ্কিদের ৬ বছরের অজেয় যাত্রা থামলো।
গত ৬ বছরে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে স্বাগতিক নাপোলিকে হারানো প্রথম দল রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০১৭ সালের নভেম্বরে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ৪-২ গোলে হেরেছিল ‘গ্লি আজ্জুরি’রা। এতে নিজেদের স্টেডিয়ামে ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেলো নাপোলি। তাছাড়া গত ৬ বছরে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে ঘরের মাঠে ন্যূনতম ৩ গোল হজম করলো নাপোলি। আগের অভিজ্ঞতাটি ২০১৭ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষেই হয়েছিল তাদের।
ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় এসএসসি নাপোলি। গোলটি করেন নরওয়েজিয়ান ডিফেন্ডার লিও স্কিরি ওস্টিগার্ড।
২৭তম মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়রের গোলে সমতা টানে রিয়াল মাদ্রিদ। ৩৪তম মিনিটে গ্যালাটিকোদের এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। রয়্যাল হোয়াইট জার্সি গায়ে জড়িয়ে এখন পর্যন্ত ১১ গোলে অবদান রাখলেন ইংলিশ মিডফিল্ডার। এর মধ্যে ৮টি গোল এবং তিনটি অ্যাসিস্ট। ইউরোপিয়ান পাঁচ বড় প্রতিযোগিতা মিলিয়ে এই সিজনে কোনো নন-স্ট্রাইকার বেলিংহ্যামের চেয়ে বেশি গোলে অবদান রাখেনি।
বিরতি থেকে ফিরে ৫৪তম মিনিটে সফল স্পটকিকে নাপোলিকে সমতায় ফেরান দলটির পোলিশ মিডফিল্ডার পিওতর জেলিনস্কি। ৭৮তম মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে নাপোলি। রিয়ালের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স ম্যারেট।
‘সি’ গ্রুপে রাতের অন্য ম্যাচে ইউনিয়ন বার্লিনকেও ৩-২ গোলে হারায় স্পোর্টিং ব্রাগা। ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। সমান পয়েন্ট নিয়ে তিনে ব্রাগা। আর পয়েন্ট শূন্য বার্লিন রয়েছে টেবিলের তলানিতে।