প্রবাসী একরামের ওমানে নয় ঠাঁই হলো পরপারে

মোহাম্মদ একরাম (৩৭)। মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী। এক ছেলে ও এক মেয়ে শিশু সন্তানের জনক। সাড়ে তিনমাস আগে ছুটিতে দেশে আসেন তিনি। আগামী বুধবার ( ৪ অক্টোবর) তার ওমান ফেরার টিকেট কনফার্ম করা ছিল। কিন্তু প্রবাসে নয়, তার ফেরা হলো পরপারে। গতকাল রোববার বিকালে উপজেলার পাইন্দং পেলাগাজীর দিঘীস্থ চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কে পিকআপ ভ্যানের সাথে সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হন একরাম। স্থানীয়রা তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রাম শহরে যাত্রাপথে তার মৃত্যু হয়। একরাম উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের সিকান্দার মাজির বাড়ির ছালে জহুরের ছেলে। পরিবারের চার ভাই তিনবোনের মধ্যে একরাম দ্বিতীয়। একরামের খালাতো ভাই পারভেজ জানান, একরামের উপর নির্ভর ছিল তাদের পরিবারটি। তার এভাবে চলে যাওয়াতে তার ছোট দুই শিশু সন্তানের ভবিষ্যৎ জীবন চরম অনিশ্চয়তায় পড়ে গেলো।’ এদিকে রাত সাড়ে দশটার দিকে একরামের লাশ জানাজা শেষে দাফন করা হয়। একরামের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।