তামিম-সাকিবকে নিয়ে যা বললেন হার্শা ভোগলে

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া এবং এর প্রেক্ষিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে বেশ সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। বিশ্বকাপের আগমুহূর্তে দলের সবচেয়ে বড় দুই খেলোয়াড়কে নিয়ে নানা আলোচনা এবং পরস্পরের প্রতি অভিযোগের তীর দেশের গন্ডি পেরিয়ে আলোচনার জন্ম দিয়েছে বিশ্ব ক্রিকেটেও। তামিম ইকবাল ও অধিনায়ক সাবিক আল হাসানের মধ্যে এমন আবেগের ঘটনায় বেশ অবাক হয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বৃহস্পতিবার রাতে এ নিয়ে এক্সে (সাবেক টুইটার) তিনি একটি পোস্ট করেছেন।

লিখেছেন, বাংলাদেশ এমন একটি দল, যারা সব সময়ই আবেগতাড়িত। বড় টুর্নামেন্টের আগে দলের সবচেয়ে বড় দুই খেলোয়াড়ের প্রকাশ্য বিরোধ আমি মনে করি আদর্শ কিছু নয়।
প্রসঙ্গত, আনফিট অ্যাখ্যা দিয়ে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া হয়েছে ওপেনার তামিম ইকবালকে। ওই ঘটনায় এক ভিডিও বার্তায় তামিম জানিয়েছেন, ফিজিও’র রিপোর্ট অনুযায়ী, তার খেলতে বাধা ছিল না। তাকে পরিকল্পিতভাবে বাদ দেয়া হয়েছে। তাকে প্রথম ম্যাচে খেলানো হবে না কিংবা নিচে খেলানো হবে এমন প্রস্তাবও দেয়া হয়েছিল। যেটাকে নোংরামি মনে হয়েছে তামিমের। সেজন্য তিনি নোংরামির মধ্যে থেকে খেলতে চান না বলে বোর্ডকে জানিয়েছেন।

এসব ঘটনার ব্যাখ্যা দিয়ে ক্রীড়া বিষয়ক সম্প্রচার মাধ্যম টি-স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। তিনি দাবি করেছেন, অধিনায়ক হলেও তিনি দল নির্বাচনসহ অনেক বিষয়ে খুব বেশি সম্পৃক্ত নন।

তামিমকে দলে না নেয়ায় তার কোনো ভূমিকা নেই। বোর্ড থেকে তামিমকে মিডলে খেলার প্রস্তাব দেয়া হলে তাতে দোষের কিছু দেখেন না। এছাড়া তামিমের আচরণকে শিশুসুলভ অ্যাখ্যা দিয়ে তার টিমম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব।