তথ্য প্রযুক্তিবিদ পিপুল বড়ুয়ার শশুর অংকুর বড়ুয়া পরলোকগমন

চট্টগ্রাম নিউজ মিডিয়া কর্পোরেশন এর আইটি এডভাইজার তথ্য প্রযুক্তিবিদ পিপুল বড়ুয়ার শশুর ও খাগড়াছড়ি কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী বাবু অংকুর বড়ুয়া পরলোকগমন করেছন। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় তিনি মারা যান! পিপুন বড়ুয়া জানান, তার শশুর অংকুর বড়ুয়া সম্প্রীতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়েন। জ্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়। কিন্তু রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েনি। এ অবস্থায় আজ সকালে তিনি পরলোকগমন করেন। আজ বিকালে খাগড়াছড়ি সদরে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় তার দাহ কাজ সম্পন্ন হয়। এদিকে বাবু অংকুর বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম নিউজ মিডিয়া কর্পোরেশন পরিবার। এছাড়া খাগড়াছড়ি কেবল নেটওয়ার্ক পরিবার তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।