সৌদি প্রো লীগে যোগ দেয়ার এক মাস পেরিয়েছে নেইমারের। এরইমধ্যে খবর ছড়ালো, নিজের নতুন ক্লাব আল হিলাল এফসির কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পর্তুগিজ কোচকে ছাঁটাই করতে নাকি আল হিলাল কর্তৃপক্ষের দ্বারস্থও হয়েছেন তিনি। তবে খবরটিকে ভুয়া বললেন নেইমার।
গত ১৫ই আগস্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসিতে যোগ দেন নেইমার। দলটির হয়ে তিন ম্যাচ খেলে কোনো গোল না পেলেও দু’টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সোমবার ‘ফিকেইপুটোমেসমো’ নামের একটি ইন্সটাগ্রাম পেজ থেকে নেইমার এবং আল হিলাল কোচ জর্জ জেসুসের দ্বন্দ্বের খবর প্রকাশ করে। স্প্যানিশ দৈনিক স্পোর্তের বরাত দিয়ে পেজটি ইন্সটাগ্রামে লিখে, ‘ম্যানেজারের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন নেইমার। স্পোর্ত জানিয়েছে, কোচ জেসুসকে তাৎক্ষণিকভাবে ছাঁটাইয়ের জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন নেইমার।’ সেই পোস্টের কমেন্ট বক্সে নেইমার লিখেন, ‘মিথ্যা… এমন খবর বিশ্বাস করা বন্ধ করতে হবে।’
২ লাখ ৬৫ হাজার ফলোয়ার সম্বলিত ব্রাজিলভিত্তিক ‘ফিকেইপুটোমেসমো’ পেজটির উদ্দেশে নেইমার লিখেন, ‘এমন একটি পেজ… লক্ষ লক্ষ অনুসারীদের ভুল খবর দিতে পারেন না আপনারা। সকলের প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা এসব বন্ধ করুন। এটা খুব অসম্মানজনক।’