বাংলাদেশের বিশ্বকাপের দলে আছেন রিয়াদ, নেই তামিম

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লার রিয়াদ। তবে বিশ্বকাপের দলে জায়গা হয়নি ওপেনার তামিম ইকবালের। আজ রাত ৮.১৬ মিনিটে ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক ভিডিওতে বিশ্বকাপ দল ঘোষণা করে দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শেষ পর্যন্ত গতকাল থেকে চলা গুঞ্জনই সত্য হলো। পুরোপুরি ফিট না হওয়া ওপেনার তামিম ইকবালকে ছাড়াই আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজের আগে এশিয়া কাপসহ আয়ারল্যান্ডের বিপক্ষে হোম, অ্যাওয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরা রিয়াদ জায়গা পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডেও।

এ নিয়ে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এছাড়া দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী, তানজীদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবারই প্রথমবার বিশ্বকাপে খেলবেন।

বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজীদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।