শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদেরকে সৎ ও ন্যায়পরায়ণ মানুষরূপে গড়তে হবে

সন্দ্বীপ জোনের শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সারিকাইত মমতাজুল উলুম দাখিল মাদরাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ সন্দ্বীপ জোনের উপদেষ্টা অধ্যাপক মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সভাপতি কাজী জামাল উদ্দীন। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় বোর্ডের নির্বাহী পরিচালক অধ্যাপক এমরানুল ইসলাম জাবেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক অভিভাবক সন্তানদেরকে ভালো ফলাফল অর্জনের দিকে রুদ্ধশ্বাসে ছুটে চলেন। এতে শিক্ষার্থীরা প্রচণ্ড চাপের সম্মুখীন হয়। শিক্ষার্থীরা সৎ, ন্যায়পরায়ণ, নীতিবান আদর্শ ভালো মানুষরূপে গড়ে উঠছে কিনা সে দিকেই অভিভাবকদেরকে বেশি দৃষ্টি দেওয়া দরকার। শুধু ভালো ফলাফল অর্জন বা জিপিএ-৫ পাওয়া পড়াশোনার একমাত্র লক্ষ্য হতে পারে না। পরীক্ষায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ মানুষরূপে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, ১৬নং সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ হোসেন আরমান, মাওলানা মহসিন। সরিকাইত মমতাজুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক সফিকুল আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির, সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাব বেগম, সন্দ্বীপ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মাওলানা আজমল খান, সন্দ্বীপ জোনের বৃত্তি পরিচালক শামসুল আলম রাব্বানী, বৃত্তি প্রদান অনুষ্ঠানের আহ্বায়ক আরিফ হোসাইন, সদস্য সচিব মাসুদ সাইমুন, মাওলানা মোস্তফা কামাল পাশা, উপদেষ্টা মোঃ মামুন, সোহেল, পরিচালনা কর্মকর্তা সাইফ মাহমুদ, নূরনবী, ইমরান, বেলাল, মোক্তাদের, ইকরাম সহ প্রমুখ। পরে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। বহু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।