রাউজানে জঙ্গলে বিশাল অজগর অবমুক্ত: খাবারের সন্ধানে লোকালয়ে বন্যপ্রাণী

শফিউল আলম,সংবাদদাতা রাউজান: বিড়ালসহ নানা প্রজাতির বন্যপ্রাণী। পাহাড় ঘেঁষা লোকালয়ের মধ্যে প্রত্যেক সপ্তাহে কোথাও বানরের ঝাঁক আবার কোনো কোনো এলাকায় অজগর সাপ কিংবা বন বিড়ালের দেখা মিলছে। বনজঙ্গল উজাড় হওয়ার কারণে খাদ্য সংকটে পড়ে বণ্যপ্রাণীগুলো লোকালয়ে ঢুকে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তারা। খবর নিয়ে জানা যায়, রাউজান উপজেলার পাহাড়তলী, কদলপুর, হলদিয়া, ডাবুয়া ও রাউজান সদর ইউনিয়ন এবং রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পাহাড় সংলগ্ন এলাকার লোকালয়ে বন্যপ্রাণীর দেখা মিলছে। এসব লোকালয়ে অজগর, বানর, বন বিড়াল, হনুমান, বাগডাশসহ নানা প্রজাতির বন্য প্রাণী প্রায় সময় দেখা যায় বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে দলবদ্ধ বানর বসত ঘরের চালে, গাছের ওপর ঘরের দরজার সামনে বসে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন পাহাড়তলী ও কদলপুর ইউনিয়নের বাসিন্দারা। পাহাড় সংলগ্ন লোকালয়ে বন্যপ্রানীর আতঙ্কে আছেন স্থানীয় জনসাধারণ। রাউজান বন কর্মকর্তা (ঢালা বিট কাম চেক স্টেশন অফিসার) পল্লব কুমার সাহা বলেছেন, ‘বন উজাড় হয়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যপ্রাণীগুলো নিরুপায় হয়ে লোকালয়ে ছুটে আসছে। প্রতিনিয়িত রাউজান উপজেলার পাহাড় সংলগ্ন লোকালয়ে বানরের ঝাঁক আসার সংবাদ পাচ্ছি। একই সঙ্গে বন বিড়াল ও অজগর সাপও ধরা পড়ছে। গত ২৩ সেপ্টেম্বর শনিবার একটি অজগর অবমুক্ত করা হয়েছে। অজগরটি গত শুক্রবার রাতে স্নেক রেসকিউ টিমের সাহায্যে উপজেলার ৭নং রাউজান ইউনিয়ন থেকে ধরা হয়েছিল। গত তিনমাসে লোকালয় থেকে অন্তত ৮টি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।’ এছাড়া লোকালয়ে ধরাপড়া একটি বন বিড়াল অবমুক্ত করার কথা জানিয়ে পল্লব কুমার সাহা আরও বলেন, ‘রাউজানের মানুষ সচেতন হওয়ায় কোথাও বন্য প্রাণী মারার ঘটনা ঘটেনি। উপজেলার কোথাও বন্য প্রাণীর দেখা মিললে আমরা সংশ্লিষ্ট সংস্থার লোকজন এনে উদ্ধার পরবর্তী বনাঞ্চলে অবমুক্ত করছি।’