অনেক প্রথিতযশা শিক্ষক-গবেষক শিক্ষকতা করেছেন চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের (সিইউবিএএ) তৃতীয় পুনর্মিলনী উৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-বর্ণিল র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, উন্মুক্ত আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র ইত্যাদি। এ উপলক্ষে সকাল ১০:৩০ টায় চবি বোটানিক্যাল গার্ডেন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ—উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) জনাব এন এম জিয়াউল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন সিইউবিএএ’র সহ সাধারণ সম্পাদক জনাব শাহাবউদ্দিন আরিফ। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও সিইউবিএএ এর যৌথ উদ্যোগে 4IR Application in Botanical Studies for Smart Bangladesh শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব (পিআরএল) ড. মোঃ আবদুল মান্নান এবং  Biotechnology : A Tool for Face Lifting Smart Bangladesh’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মোশারফ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সিইউবিএএ’র এলামনাই জনাব ফারহানা রুমঝুম ভূঁইয়া ও এলামনাই জুলিয়া জেসমিন হক মিলি।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সদস্য ও তাঁদের পরিবারবর্গকে চবি ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ চবির পুরনো একটি সমৃদ্ধ বিভাগ। এ বিভাগে অনেক প্রথিতযশা শিক্ষক-গবেষক শিক্ষকতা করেছেন এবং করছেন। এ সকল পন্ডিত শিক্ষক-গবেষকদের সান্নিধ্যে থেকে প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নিযুক্ত হয়ে দেশ-জাতির সেবায় কাজ করে যাচ্ছেন।  এটি এ বিভাগ তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। মাননীয় উপাচার্য বলেন, “বিজ্ঞানের নব নব আবিস্কারে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় শামিল হতে আমাদের পিছিয়ে থাকলে চলবে না; আমরাও এগিয়ে যেতে চাই। তাই সকলকে স্ব স্ব অবস্থান থেকে জ্ঞান-গবেষণায় অধিকতর ব্রতী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। ” মাননীয় উপাচার্য বলেন, “চবি উদ্ভিদবিজ্ঞান এলামনাই ও তাঁদের পরিবারের সদস্যদের সরব পদচারণায় পুরো ক্যাম্পাস আজ আনন্দে উদ্বেলিত, তাঁরা সকলেই সেই ছাত্র জীবনে ফিরে গেছেন। ” মাননীয় উপাচার্য চবি উদ্ভিদবিজ্ঞান এলামনাইদের কর্মক্ষেত্রের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। মাননীয় উপাচার্য শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সম্মাননা প্রদান করেন এবং উত্তরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধা ও প্রফেসর ড. আবুল খায়ের। এ ছাড়াও অনুষ্ঠানে চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বরিষ্ট শিক্ষকবৃন্দ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন ও শিক্ষকবৃন্দ, সিইউবিএএ’র অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক জনাব সৈয়দ নাজমুল হক, সিইউবিএএ’র সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।