দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির জরুরী সভা অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর আসন্ন মহানগরী ইস্পানী পাইওনিয়ার ফুটবল লিগ-২০২৩ সফলভাবে অংশগ্রহণার্থে ৩৯নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত “দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি” শক্তিশালী টিম গঠনের লক্ষ্যে এবং ফুটবল উপ-কমিটির গঠন কল্পে জরুরী সভা উপদেষ্টা সদস্য, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন এর সভাপতিত্বে ও টিম ম্যানেজার, পরিচালক মু: বাবুল হোসেন বাবলা ‘র সঞ্চালনায় ১৯সেপ্টেম্বর, মংগলবার সন্ধ্যায় তালতলাস্থ ভাইস-চেয়ারম্যান নুরুল আমিন সোহেলের ব্যক্তিগত অফিসে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হালিশহর একাদশ ক্লাবের নির্বাহী সদস্য মোঃ আব্দুল আজিজ, সাবেক ফুটবলার ও একাডেমির উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, সহ-সম্পাদক (ফুটবল) মোঃ আবু জাফর বাবু,মাঠ সমন্বয়কারী আমীর খন্দকার হোসেন, ক্লাব সদস্য মোঃ আব্দুল মালেক, সিনিয়র সদস্য মোঃ হৃদয় হাসান, মোঃ ওমর ফারুক,আব্দুর নূর প্রমখ। সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট পাইওনিয়ার ফুটবল টিম পরিচালনায় উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে নুরুল আমিন সোহেল প্রেসিডেন্ট, দেলোয়ার আমিন হারুন -ভাইস প্রেসিডেন্ট ১, মোঃ আলাউদ্দিন -ভাইস প্রেসিডেন্ট ২, পরিচালক প্রধান (এস আই) মোঃ শফিক উদ্দিন সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা -টিম ম্যানেজার ও পরিচালক, আব্দুল আজিজ – ফুটবল সম্পাদক, মোঃ আখতার হোসেন – পরিচালক সদস্য, মোঃ খলিলুর রহমান -পরিচালক সদস্য,সহ-সম্পাদক (ফুটবল) মোঃ শাহেদুর রহমান শাহেদ, আবু জাফর বাবু -ক্রীড়া সদস্য, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন, টিম সমন্বয়ক মোঃ আব্দুর রহিম, টিম ট্রেইনার মোঃ ওমর ফারুক,আপ্যায়ন ও সংগঠক সদস্য মোঃ আব্দুল মালেক, মাঠ সমন্বয়কারী আমীর হোসেন খন্দকার, সহকারী মোঃ রাহাত হাসান, সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, অভিভাবক সদস্য মোঃ খুরশিদ আলম, আঃ খালেক, আঃ সাত্তার প্রমুখ। ঘোষিত কমিটি আগামী ১বছরের জন্য দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিয়মিত ফুটবলের কর্মকান্ড আয়োজনের উপ কমিটির মাধ্যমে দায়িত্ব পালন করবেন ।