রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে শাক সবজির বীজ বিতরণ

শফিউল আলম, রাউজান প্রতিনিধি: রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্থ শাক সব্জি ক্ষেত পুনরায় চাষাবাদ করতে ১৫ হাজার কৃষকের মধ্যে শাক সব্জি বীজ বিতরন করা হয় । রাউজান উপজেলার ১৪টি ইউনয়ন ও পৌর এলাকায় ভারী বর্ষন ও বন্যায় শরৎকালীন শাক সব্জির ক্ষেত ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয় । শাক সব্জির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় কৃষকের্ াহতাশ হয়ে পড়ে । বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকেদের নতুন করে শাক সব্জি ক্ষেতের চাষাবাদ করার জন্য রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে প্রতিটি ওয়ার্ডে ১শত জন প্রতি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ১ হাজার জন করে ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ১৫ হাজার কৃষকের মধ্যে শীতকালীন শাক সব্জি বীজ বিতরনে করা হয় । বিতরন করা শাক ষব্জি বীজের মধ্যৈ রয়েছে লালশাক, মুলা, ঢেড়শ করলা, বরবটি বীজ । গত ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে রাউজান উপজেলা পরিষদ মাঠে ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে শাকসব্জি বীজ বিতরন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবিরের সঞ্চলনায় অনুষ্টিত শাক সব্জির বীজ বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।